আমাদের কথা খুঁজে নিন

   

দিনবদলের বাকশাল এবং সামহোয়ারের মডারেশন

আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....

অনলাইনে প্রিয় পত্রিকাটির মৃত্যর খবরে কখন যে কেদেঁ ফেলেছি টেরও পাইনি । প্রথম যেদিন মাসুম ভাই মেইল দিয়ে জানাল,ভাইয়া তোমার লেখার কিছু বিল হয়েছে টাকাটা কিভাবে নিবে আমাকে জানাও। ...রিপ্লে মেইলে মাসুম ভাইকে বলেছিলাম ভাইয়া লিখে টাকা নেওয়ার ইচ্ছা আমার নেই। যতদিন স্বাধীন ভাবে লিখতে পারব ততদিন লিখব। মাসুম ভাই চাইলে আমাকে না জানালেও পারতেন আমার লেখার বিল হয়েছে ।

এরপর থেকে অনেকদিন লিখিনি । কিন্তু প্রিয় পত্রিকাটি সব সময় পড়ি । আজ যখন অনলাইনে আমার দেশ বন্ধ হয়ে যাওয়ার খবর শুনলাম তখন মাসুম ভাইকে ফোন দিলাম। বেচারা কি বলবে নিজেই বুঝতে পারছে না। উনাকে বিব্রত না করে লাইন কেটে দিলাম।

ব্লগে পোস্ট দিলাম কয়েকটা মডারেটর ভাইয়েরা সরিয়ে দিয়ে জেনারেল করে দিয়েছে। কারণ,বাকশালীদের তুই তোকারি করে পোস্টের শিরোনাম দিয়েছি। যেভাবে আওয়ামীলীগ বাকশালী গনতন্ত্রে(!) মেতে উঠেছে তাতে সামহোয়ারের মত জনপ্রিয় ব্লগ বন্ধ করে দিলেও অবাক হবনা। শুধু এ্তটুকুই বলব যদি কোন দিন এমন হয় তাহলে আজ যারা বাকশালীদের গালি দিয়ে জেনারেল হচ্ছে তারাই প্রতিবাদের মিছিলে সবার আগে থাকবে । শালীন প্রতিবাদ করতে করতে পাবলিক এতই ক্লান্ত যে এখন আর তুই তোকারী ছাড়া,কুত্তালীগ,ধর্ষনলীগ এইসব শব্দ ব্যাবহার না করে পারছে না।

প্রিয় মডারেটর ভাইয়েরা, যেমন কুকুর তেমন মগুর না হলে কি চলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.