স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
সামহোয়ার নোটিশ টাঙ্গাইছে "নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড"! হাঃ হাঃ ।
এইটা একটা ফালতু টুল।
কেবলি ফোনেটিক টুল তো আরো আছেই নানা জনের।
এইটা এতদিনে দেওনের কী হইল! চাইলে সামহোয়্যার ভার্চুয়াল কী বোর্ডটা দিতে পারত। অনেক দিন কইছি আমি ওনাগো, ওনারা এই ধন আগলাইয়া ফোনেটিক বিলাইছেন।
তবে খুশির খবর, ত্রিভুজ একটু প্রমিথিউসগিরি ফলাইছেন। এখন আপনেরা যারা সরল বাংলা লেখতে পারেন না তাঁরা মাউস দিয়া ক্লিক ক্লিকাইয়া বাংলা লেখতে পারবেন ত্রিভুজ প্যাড দিয়া। (লিংক: http://trivuz.com/bangla/tpp.php) ।
ঐখানে ইউনিজয়, প্রভাত, ফোনেটিক, English ছাড়াও ভার্চুয়াল বাংলা কী বোর্ড আছে। নোটিশবোর্ডের উচিৎ ত্রিভুজরে শুভেচ্ছা জানাইয়া ওনার লিংকটারে আসমানে টাঙ্গানো।
ত্রিভুজ প্যাডের জন্য ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।