আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারের সম্পর্কে।

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

কিছু কথা সবাই মতামত দিয়ে শেয়ার করবেন আশা করি। । । প্রথমত, আমার কিছু জানার আছে এই ব্লগিং সাইটের উপরে। যেমন আরিল ভাই কি এডমিন এই ব্লগের নাকি মডু? এবং তিনি কোন দেশে থাকেন।

অনেকে বলেন বাইরে থাকেন, তিনি বাইরে থাকলে চট্টগ্রামে ক্যাম্প করেন কিভাবে? তারপরে ত্রিভুজ ভাই এর সাথে রাগ ইমন এর কি হইছে? মনে হয় ভালো রকমের কোন ক্যাচাল চলতেছে। আর রাগ ইমন কি আপু নাকি ভাইয়া? আপু হইলে নিক এর এমন অবস্থা কেন? আশ্চর্য!!!!! রাগ আবার ইমন হাহাহাহা। জটিল নিক। আমি আজকেই জানলাম উনি আপু। ইদানীং একটা জিনিস খেয়াল করতেছি, সামহোয়ার থেকে অশ্লীলতা অনেকটা কমে আসছে।

খুবিই ভালো লক্ষন আশা করি এটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই ব্লগিং সাইটে আরো একটা সমস্যার সমাধান করা উচিত, সেটি হল এক এক জনের অনেক নিক ইউস করা। এক এক জন ১০-১২ টা নিক নিয়ে ব্লগিং করে। এই জিনিস টা অত্যন্ত বিরক্তিকর, এবং মানুষ কে নানা ভাবে জালাতন করে, যা নিক এর ব্যাপারে সীমাবদ্ধতা করলে ঠিক হবে আশা করি। তবে সামহোয়ারে আরো একটা জিনিস থাকলে খুব ভালো হয়, সেটি হল পাসওয়ার্ড প্রটেক্টিং সিস্টেম।

যা অন্য বড় বড় ইংরেজী ব্লগে আছে, এতে পার্সোনাল কিছু লেখা ব্লগে দেওয়া যায়, সবার জন্য নয় অবশ্যই। কথাটা বিবেচনা করে দেখবেন, পোস্টে যেন পাসওয়ার্ড দেওয়া যায়। আর হ্যা আরিল ভাইয়ের লিখাগুলি আসলেই প্রশংসনীয়, উনি আমার মনে হয় সামহোয়ারের সবচেয়ে অন্যরকম একটা মানুষ। এছাড়া মেয়েদের মধ্যে গোলাপি আপুর লিখা গুলা ভালো লাগে। আমি এই ব্লগের আরো অনেক উন্নতি আশা করি।

আমি সবসময় এটির সাথে জড়িত থাকতে চাই। আচ্ছা আরো একটা জিনিস আমাকে দয়া করে জানাবেন কি? যে সামহোয়ারের বার্থ ডে কবে? এবং আমার মনে হয় খুব বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে এর বার্থ ডে পালন করা উচিত। বাংলাদেশে অনলাইন কম্যুনিটির সবচেয়ে বড় অনুষ্ঠান হবে সামহোয়ারের প্রোগাম আমি সিউর। যা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের হবে, আমি চাই কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন হয়ে এই বছরই ধুম ধাম আয়োজনের মাধ্যমে ব্লগের জন্মদিন পালন করার সৌভাগ্য বাংলাদেশের ব্লগার দের হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.