আমাদের কথা খুঁজে নিন

   

ইস্টার্ন হাউজিং'র দখলে থাকা ৮শ কোটি টাকার অর্পিত সম্পত্তি এবং এদেশীয় পত্রিকাগুলোর পলিসি বিষয়ক বেহুদা পোস্ট



রাজধানীর দুটি এলাকার প্রায় ৭০ একর অর্পিত সম্পত্তি দখল করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। দেশের সবচেয়ে পুরাতন এ আবাসন প্রতিষ্ঠানের বনশ্রী নিউ টাউন আবাসিক প্রকল্প ও পল্লবী ২য় পর্ব (গোড়ান-চটবাড়ী) আবাসিক প্রকল্পে প্রায় ৮শ কোটি টাকা মূল্যের এই অর্পিত সম্পত্তি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রমাণ পেয়েছে। সংবাদটি বিস্তারিত পড়তে ঘুরে আসুন - শীর্ষ নিউজ ডটকম থেকে। প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কিছু কথা আমরা যারা সংস্থার সংবাদ কর্মী তারাই বোধকরি সাংবাদিকদের মধ্যে সবচে নিভৃতচারী। বিভিন্ন পত্রিকা আমাদের সংবাদ ছাপা হলেও তাতে কথনোই সংবাদ সংস্থার রিপোর্টারের নাম উল্লেখ থাকেনা।

কথনো তো ওই সংস্থার নামও উল্লেখ থাকেনা। এরপরও কোন অনুসন্ধানী প্রতিবেদন করলে আমরা চেয়ে থাকি- কতগুলো পত্রিকায় সেটা ছাপা হয় তা দেখার আশায়। ওইটুকুতেই আমাদের তৃপ্তি। আর সাধারণত এক্ষেত্রে আমাদের হতাশ হতে হয়না। অধিকাংশ রিপোর্টই প্রথম সাঁড়ির ৫/৬ টি পত্রিকায় ছাপা হয়।

তবে অনেক দিন পর শুধু হতাশ নয়; বিস্মিতো হলাম এই প্রতিবেদনটি কোথাও; মানে কোন পত্রিকায় প্রকাশিত না হওয়ায়। রিপোর্টটি শীর্ষ নিউজ-এর ওয়েব সংস্করনে প্রকাশিত হওয়ার পর জন্য অনেক সহকর্মীর অভিনন্দন পেয়েছি। আর এই ঘটনার নিউজ ভ্যালু নিয়ে আমারও বিন্দু মাত্র সন্দেহ নেই। তাই নিজেদের বিজ্ঞাপনদাতাদের আকাম-কুকাম দেখার ব্যাপারে এদেশের পত্রিকাগুলোর এই অনীহা প্রদর্শণ দুখ:জনক। এক পত্রিকার সাংবাদিক বড় ভাই বললো- "ধুর মিয়া; এইটাই তো পত্রিকাগুলোর প্রধান পলিসি।

এতে অবাক হওয়ার কিছু নাই। আছো তো এজেন্সীতে। যা খুশি তাই লিখতে পারো। পত্রিকায় আসো; বুঝবা কত কিছু যে লেখা যায় না। " পুনশ্চ ধুর; হুদাই আমার পত্রিকায় কাম করনের ইচ্ছাটা নষ্ট হইতাছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.