বন্ধ জানালা, খোলা কপাট !
একজন ফেলানী ফেলনা না ! কোন বাংলাদেশীর প্রাণই ফেলনা হতে পারে না । হাসিনার কাছে ফেলনা হতে পারে । খালেদার কাছে ফেলনা হতে পারে । তীব্রভাবে প্রতিবাদ জানাবার ভাষা তাদের অজানা থাকতে পারে । তারা ভারতপ্রভূর পদলেহী হতে পারে ।
হাসিনা ভারতপ্রেমে অন্ধ হতে পারে, ক্ষমতারমোহে ভুলে যেতে পারে,-- এ দেশের প্রত্যেকটি নাগরিকের অপমৃত্যু রোধ করবার দায়িত্ব বর্তমানে তার ঘারেই বর্তায় । ভুলে যেতে পারে প্রতিদিন সীমান্তে পাখির মতো বাংলাদেশী মানুষ মারে বিএসএফ নামের কুকুরগুলো । হাজার হাজার নিরীহ মানুষ সীমান্তে প্রাণ দিয়েছে এ যাবৎ ! কুকুরগুলো বারবার বলেছে , এরকম ভুল আর হবেনা । নির্মম উপহাসের মতো পরক্ষণেই আবার বাংলাদেশীর লাশ ফেলেছে ! হাসিনার সরকার কখনই আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি । হাসিনার সরকার পারেনি, তার নাগরিকের অনভিপ্রেত মৃত্যুর কৈফিয়ত চায়তে ভারতের কাছ থেকে ।
এই নতজানু, মেরুদন্ডহীন সরকারের প্রতি ঘৃণা জানাতে, ভারত নামের সামন্ত প্রতিবেশীর নিমর্ম হত্যর প্রতিবাদ জানাতে সাধারণকেই পথে নামতে হবে । সাধারণকে দেখিয়ে দিতে হবে প্রতিবাদের তীব্র ভাষা আমাদের অজানা না ।
খালেদা হয়তো ভুলে গেছে একজন যুদ্ধাপরাধী সাকা'র জন্য হরতাল , গাড়ি-ভাংচুর, অগ্নিসংযোগের চে' বেশী জরুরী এ দেশের প্রতিজন নাগরিকের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আদায় করা সরকারের কাছ থেকে । সেজন্য খালেদার দল মানববন্ধন করতে পারে, আন্দোলন করতে পারে । কিন্তু তারা তা করবে না ।
তারা রাজনীতি করবে ক্ষমতার , জনগণের রাজনীতি না ।
প্রিয় বন্ধু, প্রিয়ব্লগার আমাকে -আপনাকে নামতে হবে রাজপথে । সব রকম দলীয় আনুগত্য ভুলে গিয়ে , দলমত নির্বিশেষে আমার দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে পথে নামতে হবে । সময় আজ, এখনি ।
চট্টগ্রামের ব্লগারেরা জেগেছে , চট্টলাবাসী জেগেছে ।
তারা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে । অন্যায় হত্যার প্রতিবাদে মুখর হয়ে উঠুক বাংলার প্রতিটি রাজপথ । প্রতিটি নাগরিক হোক প্রতিবাদী । সেটা সম্ভব । খুব সম্ভব ।
যেমন আমাদে এক সহব্লগার বন্ধু বলেছেন,-
"শুষ্ক বলেছেন: → ভারতীয় পণ্য বর্জন করুন
→ এয়ারটেলের- AIRTEL (পূর্বের ওয়ারিদ) সীম ব্যবহার বন্ধ করুন
→ ভারতীয় টিভি চ্যানেল দেখা বন্ধ করুন
→ বলিউডের সিডি-ডিভিডি কেনা বন্ধ করুন
→ পশ্চিম বাংলার লেখকদের গল্প-উপন্যাস বর্জন করুন→ বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে প্রতিবাদ বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরুন
→ ঐক্যবদ্ধ চিন্তাধারার দিকে এগিয়ে আসুন । দেশের স্বাধীনতা সার্বভৌমত্যের প্রশ্নে কোন দ্বিধা নয় - সংকোচ নয়!"
এভাবে জেগে উঠুক সমগ্র বাংলাদেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।