আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীর ভিসা পাসপোর্ট কোথায় ছিল?

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।

আমি জানি আমার এই লেখাটি সম্পূর্ণ পড়ার পর আমাকে মারাত্বক ভাবে আপমাণিত আর অপধস্ত হতে হবে, শুনতে হবে অশ্নীন গালি, হয়তো সবাই মিলে আমাকে ইলেকট্রনিক্স মাধ্যমে ভার্চুয়ার দিগম্বর করবেন, তারপরও কিছু চরম সত্য ও কিছু প্রশ্ন সবার কাছে। শুরুতেই সবার কাছে প্রশ্ন, যদি আপনার ঘরের পেচনের দরজা দিয়ে আপনার অনুমতি না নিয়ে কেউ আপনার ঘরে প্রবেশের চেষ্টা চালায় আপনি তাকে কি করবেন? স্বাগতম জানিয়ে গেষ্টরুমে বসিয়ে নাস্তা পানি দিয়ে আপ্যায়ন করবেন? নাকি আপনার ঘরে চোরের মত এক অপরিচিত অবৈধ অনুপ্রেশকারীর বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করবেন? ফেলানীর ভারত যাবার বৈধ কাগজ পত্র কোথায়? তার ভিসা পাসপোর্ট কোথায়? নিদিষ্ট বৈধ ইমেগ্রেশন চ্যানেল দিয়ে সে দেশে প্রবেশ করেনি কেন? অবৈধ ভাবে ভিসা পাসপোর্ট ছাড়া সে কেন ভারতে গিয়েছিল? আমি জানি এই সবপ্রশ্নের উত্তর হিসাবে মিলবে অশ্নীন গালী, কিন্তু এই সব গালি, ভারতের বিভিন্ন ওয়েভ সাইটে সাইবার আক্রমণ চালিয়ে, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ গুলোর মাধ্যমে গলাফাটানো চিৎকার করে যতই প্রতিবাদ করুন মুল সমস্যা কোনদিন সামাধান হবেনা। যত দিন আমরা নিজেরা সংশোধিত না হব, তত দিন আমরা দেখতে পাব কাটাতারে ঝুলানো ফেলানীদের ঝুলন্ত লাশ। ফেলানী হত্যার বিচার চাই সাবই , কিন্তু আমরা চেষ্টা করতেছিনা ভবিষ্যতে কিভাবে ফেলানী মত হত্যাকন্ড বন্ধ করা যায়।

সীমান্ত হত্যা বন্ধ করতে যা করা দরকার। বৈধ কাগজ পত্র ছাড়া আর্ন্তজাতিক সীমানা কোন অবস্থাই পার হওয়া যাবেনা, ভিসা পাসপোর্ট অথবা বৈধ কোন পাশনিয়ে নিদিষ্ট একমাত্র বৈধ চ্যানেল দিয়ে আর্ন্তজাতিক সীমানা পার হওয়া যাবে। লোভে পড়ে সীমান্তে চোরা কারবারে জড়ীয়ে পড়বেন না, অবৈধ পথে ভারতে হতে গরু কিনতে যাবে না। আর্ন্তাজাতিক সীমানা নিয়ম অনুযায়ী সীমান্তের জিরো পয়েন্ট হতে নিরাপদ দুরে অবস্থান করুন। অবৈধ ভাবে, চোরা কারবারী হয়ে আর্ন্তজাতিক সীমানা অতিক্রম করে নিজের জীবণকে নিজে বির্সজন দিবেনা, এতে নিজেও মরবেন তার সাথে সাথে লজ্জার মুখে পরে পুরো দেশ।

কেউ কেউ ফেলানী হত্যা ও হত্যার বিচার কে বর্তমান সরকারের ব্যার্থতা হিসাবে দেখতেছে, যারা ফেলানী হত্যার ব্যাপারে আমাদের সরকারের ব্যার্থতা হিসাবে বিবেচনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চায়, ফেলানী খুণ হবার বা তার বিচার ব্যাবস্থায় সরকারের কোন ব্যার্থতা নেই, সরকারের ব্যার্থতা হলো ফেলানী কি ভাবে ভিসা পাসপোর্ট ছাড়া আমাদের দেশ হতে অন্যদেশে যেতে পারলো, আমাদের সীমান্ত বাহিনী ( বি,ডি,আর) বি,জি,বি সদস্যরা কি সীমান্তে বসে বসে আঙ্গুল চুষেণ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.