ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার মা জাহানারা বেগম বলেছেন, ‘আমি এ বিচার মানি না। বাংলাদেশের মানুষ মানে না। আমরা গরিব মানুষ বইলা কি বিচার পামু না। মাইয়ার জন্য বুক হাহাকার করে। রাইতে ঘুমের মধ্যে চটকা উঠি।
দ্যাশের মানুষের কাছে অনুরোধ, আমার মরা মাইয়ার জন্য একটু চেষ্টা করবেন। বিচারটা যেন পাই। ’
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে ফেলানীর বাবা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম ও মামা মো. হানিফউদ্দিন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তাঁরা বাংলাদেশ সরকার, ভারত সরকার, দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ফেলানীর হত্যার সুষ্ঠু বিচার চান।
ফেলানীর বাবা নুরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজ আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, ভারত সরকার, দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করছি আমার মেয়ে ফেলানী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য।
’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মেয়ে গেছে, তাকে তো আর পাব না। বিচার যেন পাই। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।