বেশ কয়েক বছর ধরেই দেখা যায়, ঈদের ছুটিতে অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। লম্বা ছুটি পেলে সেই সুযোগ অনেকেই কাজে লাগাতে চান আরও বেশি করে। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য মানুষকে আকৃষ্ট করতে অনেক বেসরকারি ভ্রমণ আয়োজনকারী প্রতিষ্ঠান প্যাকেজ ট্যুর অথবা চাহিদামাফিক ভ্রমণের (টেইলরমেইড টুর) আয়োজন করে থাকে। বেড়াতে গিয়ে নিজেই থাকা-খাওয়ার জায়গা ঠিক করার ঝামেলায় অনেকে যেতে চান না। আবার সুন্দরবনসহ এমন অনেক জায়গা আছে, যেখানে নিজেদের ব্যবস্থায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে সাহায্য নিতে পারেন পর্যটন সংস্থাগুলোর। জেনে নিন তাদের নানা ভ্রমণ প্যাকেজ সম্পর্কে। সরকারি-বেসরকারি পর্যটন সংস্থাগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্যাকেজ ট্যুরের তথ্য নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।