আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।
শীতে মারা গেছে ১৫ জন খবরটা শুনে খুব খারাপ লাগল। ইচ্ছা করছে শীতার্থ মানুষের জন্য কিছু করার কিন্তু আমার তো সেই সামর্থ নেই। যদি কোনদিন হয় তাদের জন্য কিছু করব। কিন্তু যাদের আছে তারা কেন এগিয়ে আসছে না.................................?? এখনো রাস্তা বস্তহীন মানুষ দেখি.....এই শীতের মধ্যে ও তারা রাস্তার পাশে একটা ছিড়া কাপড় পরে বসে আছে।
সবচেয়ে কষ্ট লাগে ছোট শিশুদের কষ্ট দেখলে। ইচ্ছা করে তাদের মাথা হাত বুলিয়ে বলি চিন্তা করো একদিন আর এমন থাকবে না তোমরা। কিছু কখনো যাত্তয়া হয় না। শুধু দেখি মানুষের কষ্ট আর ভাবি আমি কত সুখে আছি তাই না। আমরা কত সুখী ।
আপরা ২৫ হাজার টাকা দিতে পারি একঘন্টার আনন্দের জন্য শাহরুখ খানকে দেখার জন্য। কেউ কি চিন্তা করেছেন ২৫ হাজার টাকা দিয়ে কতগুলো শীতার্থ মানুষের কাপড় পাত্তয়া যেত। বড়ই কষ্ট হয় এই ধরনের মানুষের বিলাসীতা দেখলে। আমার এক চাচাত ফুপু বিশাস ধনী । টাকা পয়সার অভাব নেই।
আমি ওনার বাসায় গেলে হা করে তাকিয়ে থাকি। ধানমন্ডি -২৭ এ বাড়ি নম্বারটা বললে সবাই চিনতেন। থাক সেটা না বললাম। অনেকদিন আগে আমি ওনার বাসায় গিয়েছিলাম । কিছু তথ্য জানতে পারলাম।
প্রতি বছর ওনি ওনার বাসায় আসবাপ-পএ পরিতর্বন করে। পুরাতন গুলো বিক্রি করে প্রতি বছর নতুন মডেলের ফানিচার বানায়। ত্তনার কুকুর কে প্রতিদিন তাজা মাছ , মাংস খাত্তয়া। আর জানতে পারলাম প্রতিদিন কুকুরে পিছনে ৫০০ টাকা খরচ হয়। সেম্পু দিযে গোসল করায় কুকুরকে।
তবুত্ত বাংলাদেশি কোন সেম্পু না। হায় রে মানুষ...........................!!!! আমার ভাল লাগে না এই ধরনের এত ধনী মানুষের বাসায় যেত। ২ জানুয়ারী ওনার বাসায় একটা ইনভাইট ছিল। বাসার সবাই গেল। আমি যাইনি।
কেন যেন ভাল লাগে না। নিজেকে এই ধরনের মানুষের সাথে আমি খাপ খাত্তয়াতে পারি না। একটি কুকুর জন্য প্রতি ৫০০ টাকা। একমাসের কুকুরের খাত্তয়ার টাকা দিয়ে ততগুলো শীতার্থ মানুষের কাপড় হবে। কিন্তু ত্তনার নীরব।
কখনো দেখিনি কোন দান করতে। বড়ই অবাক লাগে। তবুত্ত শুনি ওনারা কত অভাবে আছে !!!!!............
ফার্মগেটে রেটিনার যে শাখাটা আছে চিনেছেন কোনটা তিনতলা একটা বাড়ি। নিচে রেটিনার শাখা। সামনে দুটা নারিকেল গাছ আছে।
এরকম একটা বাড়ি থাকতে তাদের অবাক। হা....হা...........................+ ধানমন্ডি..............
তার কিছু করছে না। তাদের কি এতটুকু কষ্ট হয় না। ব্রিজের উপর কি অসহায় মানুষদের দেখে না। দেখবে কেমন করে তারা তো সব সময় গাড়ি তে চলে ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।