আমাদের কথা খুঁজে নিন

   

আয়নাতে ঐ মুখ দেখবে যখন..........

সকল প্রশংসা মডারেটরদের

আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো টিপ পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। জানিনা এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপিচুপি আকঁছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে একপলকে দেখবে যখন তারে অবাক চোখে দু'হাতে নয়ন কি গো রাখবে ঢেকে আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো টিপ পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। আয়নাতে ঐ মুখ গানের লিঙ্ক কৃতজ্ঞতা: হটুভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।