আমাদের কথা খুঁজে নিন

   

দেখবে কে??

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

কর্ম ব্যস্ততার জন্য, বেড়ানোর জন্য আরো অনেক কারনে আমরা বাস/মিনিবাস এর উপর নির্ভরশীল! বিশেষকরে মধ্যবিত্ত যাদের নাই প্রাইভেট কার। এদের সংখ্যাই খুব বেশী। আর এতেই বাস মালিকদের হয়েছে পোয়াবারো! যাত্রীদের কাছে ভাড়া নিয়ে ডাকাতি করছে! বাসভাড়া নিচ্ছে তেলের হিসাবে কিন্তু অধিকাংশ বাসই এখন সিএনজিতে রুপান্তর করা! এসব সিএনজি গাড়িতে মোটামুটি ৫০% এর উপড় লাভ থাকে। ১ঘনমিটার সিএনজির দাম মাত্র ৮.৫০টাকা সেখানে ডিজেল লিটার প্রতি ৪০টাকা । বাসগুলি চলচে সিএনজিতে অথচ ভাড়া নিচ্ছে তেলের চালিত বাসের। ফলে যাত্রীরা নিয়মিত ঠকতেছে এদের এই ঠকবাজীর কাছে। এছারা দেখা যাবে ২/৩ পরপর বাস কাউন্টারের ভাড়া একই! কাছে যা, দূরেরটাও তাই, যারা কম দূরত্বের কাউন্টার পর্যন্ত যাতায়াত করছে, তারা নিয়মিত বেশী টাকা দিয়ে ভ্রমন করছে। এ যেন মরার উপর খাড়ার ঘা!! দেখবে কে? বিআরটিএ?? এরাতো নাকে তেল দিয়ে ঘুমায়, মালিকপক্ষের সাথে দহরম-মহরম সম্পর্ক! কই যাব আমরা??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.