তোমায় জানতে তোমায় পড়ি
পুরনো খবরের কাগজে
তোমায় জানতে তোমায় পড়ি
ধুলো জমা বইয়ের পাতার ভাঁজে
তোমায় জানতে তোমায় পড়ি
কুয়াশা ঘেরা স্নিগ্ধ ভোরে
তোমায় জানতে তোমায় পড়ি
রোদ জ্বলা তপ্ত দুপুরে
তোমায় জানতে তোমায় পড়ি
দিঘীর জলের কাঁপানো ঢেউয়ে
তোমায় জানতে তোমায় পড়ি
ভেসে যাওয়া বাদাম নাওয়ে
তোমায় জানতে তোমায় পড়ি
সবুজ পাড়ের লাল আঁচলে
তোমায় জানতে তোমায় পড়ি
ঢেউ খেলানো দীর্ঘ চুলে
তোমায় জানতে তোমায় পড়ি
ঝলমলিয়ে ওঠা হাসির শব্দে
তোমায় জানতে তোমায় পড়ি
চোখ ভেজা কান্নার নিঃশব্দে
তোমায় জানতে
তোমায় জানতে
তোমায় পড়ি
নীল আকাশে, ঝড়ের বাতাসে
তোমায় জানতে তোমায় পড়ি
তোমার চলার পথে, পথের ধারে
দেহের ভঙ্গিতে, মনের ভাবেতে
তোমায় জানতে তোমায় পড়ি
তোমায় জানতে তোমায় ভাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।