আল বিদা
তোমায় নিয়ে লিখব বলে
কতবার বসেছি কালি কলম নিয়ে
তোমায় নিয়ে লিখব বলে
কতবার এসেছি এই বাতায়নে
তোমায় নিয়ে লিখব বলে
কতবার ছুটে গিয়েছি কাশবনে
তোমায় নিয়ে লিখব বলে
কত কত তাজা গোলাপ আমি কিনেছি
তোমায় নিয়ে লিখব বলে
কতবার হাতে রক্ত জমাট বেধেছি
তোমায় নিয়ে লিখব বলে
কতবার হাট থেকে মালা কিনে এনেছি
তোমায় নিয়ে লিখব বলে
কতটা পথ আমি পায়ে হেটে বেড়িয়েছি
তোমায় নিয়ে লিখব বলে
কত সময় আমি উত্তপ্ত বালুর উপর শুয়ে থেকেছি
তোমায় নিয়ে লিখব বলে
কতবার বঙ্গোপসাগর পাড়ি দিতে চেয়েছি
তোমায় নিয়ে লিখব বলে
কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি
তোমায় নিয়ে লিখব বলে
বৃষ্টির মাঝে পার্কে বসে থেকেছি
তোমায় নিয়ে লিখব বলে
সারারাত আমি নির্ঘুম কাটিয়েছি
তোমায় নিয়ে লিখব বলে
জনতা ব্যাংকে একাউন্ট খুলেছি
তোমায় নিয়ে লিখব বলে
স্বাধীনতা চত্তরে ছবি একেছি
তোমায় নিয়ে লিখব বলে
প্যারেড ময়দানে কুচকাওয়াজের মাঝে শুয়ে থেকেছি
তোমায় নিয়ে লিখব বলে
প্যারাট্রুপার থেকে লাফ দিয়েছি
তোমায় নিয়ে লিখব বলে
আমি তোমাকেই ভালবেসেছি।
তোমায় নিয়ে লিখব বলে
আমি কেবল তোমাকেই নিয়ে লিখেছি।
তোমায় নিয়ে লিখব বলে
আমি কোন লেখাই শেষ করতে পারিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।