ফেলে আসা গান
ফেলে আসা জলসা
ফেলে আসা বন্ধু
ফেলে আসা রাস্তা
ফেলে আসা কত কথা
ফেলে রেখে এসেছি
ফেলে আসা সময়.................................................
ফেলে আসা সাহস
ফেলে আসা ভয়
ফেলে আসা জুতো-জামা
ফেলে দিতে হয়,
ফেলতে ফেলতে কিছু কথা থেকে গেছে
যেমন...........
ভালোবাসি তোমায়
ভালো ভালো,ভালো ভালো বাসি তোমায়
এখনো ঠিকই ভালোবাসি তোমায়
একইভাবে ভালোবাসি তোমায় । ।
ফেলে আসা বাজারের
ফেলে আসা দাম
ফেলে আসা তবলা-হারমোনিয়াম
ফেলে আসা খাটুনির কত কাল ঘাম
হারিয়ে গেছে কোথায়
ফেলে আসা রাজনীতি
ফেলে আসা ভুল
ফেলে আসা গপ্পের
ফেলে আসা গুল
ফেলতে ফেলতে কিছু কথা থেকে গেছে
যেমন...........
ভালোবাসি তোমায়
ভালো ভালো,ভালো ভালো বাসি তোমায়
এখনো ঠিকই ভালোবাসি তোমায়
একইভাবে ভালোবাসি তোমায় । ।
ফেলে আসা রাগ
ফেলে আসা ক্ষোব
ফেলে আসা বড়সড় কত মুল্যবোধ
ফেলে আসা আকাশের এক চিলতে রোদ
হারিয়ে গেছে কোথায়
আজ যেটা মিষ্টি, কাল সেটা ঝাল
টিকে থাকে না কিছুই চিরকাল
টিকে গেছে কেবল একটাই কথা
ভালোবাসি তোমায়
ভালো ভালো,ভালো ভালো বাসি তোমায়
এখনো ঠিকই ভালোবাসি তোমায়
একইভাবে ভালোবাসি তোমায়।।
(অঞ্জন দত্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।