আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
অনেক দিনের ইচ্ছে চাদের মুখ দেখবো।
শুনেছি চাঁদের মায়াবী মুখ নাকি
আকাশ কে করে উজ্জ্বল।
তাই অনেক ইচ্ছে নিয়ে
প্রতীক্ষার প্রহর গুনে সেদিন
গিয়েছিলাম কোন এক মাঠে
চাঁদ তোমাকে দেখবো বলে।
ইচ্ছে ছিল তোমার কাছে বলবো
না বলা কিছু কথা,
তুমি শিখাবে আমার তোমার হাসির রহস্য।
কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না
আমি যেদিন তোমার দেখতে গিয়েছিলাম
সেদিন যে ছিল আমাবশ্যার রাত
আর তাইতো সেদিন তুমি ছিলেনা
ছিল আধারে ঘেরা এই আকাশ।
তবে আজ দেখতে পারিনা
কাল দেখবো,
তবুও চাঁদ আমি তোমায় দেখবো।
তোমাকে বলবো মনের না বলা কিছু কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।