গেরিলা কথাবার্তা
১.
টিআইবির আর সুপ্রিম কোর্টের প্রেমপত্র চালাচালি ফাজলামোর পর্যায়ে চলে এসেছে। দেখলাম, টিআইবিকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেমিকদের প্রথম দেখাদেখি হবে এই চা-চক্রে। হাফিজউদ্দীন, মুজাফফর আহমদ এবং ইফতেখার এখানে আমন্ত্রিত প্রেমিকা-সমগ্র, তবে প্রেমিকদের মধ্যে বিশেষ কে থাকবেন জানা যায় নি। প্রেমিকাগণ কী মহার্ঘ সাজে এমন মধুমহূর্ত যাপন করতে আসেন দেখবার ইচ্ছে।
আর প্রেমিক-বর কে হতে পারেন- তাও দেখার অপেক্ষায়। সুপ্রিম কোর্ট এর প্রধান তো মাননীয় প্রধান বিচারপতি, তাই না?
২.
মাহমুদুর রহমানের সৌভাগ্য, তিনি সুপ্রিম কোর্টের চায়ের দাওয়াত পান নাই। ৬ মাস কারাদণ্ড দিয়ে সুপ্রিম কোর্ট তখন জিঘাংসা নির্মাণে ব্যস্ত ছিল। তবে, সুপ্রিম কোর্টের সৌভাগ্য, টিআইবিরে চায়ের দাওয়াত দিতে পেরেছেন। তাহাদের দুর্নীতি-ব্যবসায় সঠিক ভাগ-বাটোয়ারাসমেত সুপ্রিম কোর্টের অংশগ্রহণ দরকারী।
'সুশাসন' ও 'দুর্নীতি' ব্যবসা সহোদর ভাই-বেরাদর। ন্যায়বিচারের চেয়েও এখন সুপ্রিম কোর্টের কাজ হল, উল্লেখিত 'ব্যবসা' জারি রাখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।