সুন্দর সমর
মাননীয় সুপ্রিম কোর্ট তুমি কার?
না আজকের এ প্রশ্ন নয়,
ইতিহাসের ধারাবাহিকতায় এ প্রশ্ন কেবল জমাই হয়েছে,
এক ছা পোষা কনস্টেবল যখন প্রথম বিচারপতির না না ভুল হল মহামান্য প্রধান বিচারপতির গাড়ি পার্ক করতে দিতে অস্বীকার করে
তখন সেখানে গর্জে উঠে আইনের প্রতিভূ!
আইজিকে এসে করজোরে দাঁড়িয়ে থাকতে হয় আদালতে!!!
হাইকোর্টের জামিনের অর্ডার বারবার সেনাপক্ষের আদরে পুষ্ট
সরকারের চাপে যখন স্টে করে তখন বুঝি তোমার মর্যাদা আরও বাড়ে!
সংবিধানকে মাড়িয়ে একদল হয়েছে,
সংবিধানকে মাড়িয়ে সেনা শাসন এসেছে
তখন কিন্তু গর্জন দূরে থাক মিউ মিউ করেও প্রতিবাদ কেনও করনি, হে আদালত।
নিম্ন আদালতের পেশকার সাহেবানরা পয়সা খায় তা কে না জানে।
সর্বোচ্চ আদালতের বিচারকরা কি খায় বা কি পায় তা আজও অজানা থেকেই যায়।
খালি আদালতের বাইরে কান্না জমে উঠে,
ক্ষোভ উত্তাল হয়,
সুপ্রিম কোর্ট তুমি নিজেকে আইনের রেখার বাইরে এক স্বৈরপ্রভু মনে কর?
কার তুমি সুপ্রিম কোর্ট, কার কার এবং কারা??????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।