আমাদের কথা খুঁজে নিন

   

জিপি, আপনাদের কাছে আরও কম রেটে ইন্টারনেট ব্যাবহারের অফার চাই।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
ছোট অফারের নেট ব্যবহার করতে আর ভালো লাগেনা। ১গিগা ক্যামনে যে শেষ হয়ে যায়, বুঝাই পারিনা। জিপি এত বড় কোম্পানী হবার পরেও কেন তারা তাদের গ্রাহকদের আরও ভাল সুবিধা দেবেনা ??? এখন তারা যা দিছে তা হলঃ @১ গিগা বাইট ৩৪৫ টাকা। @৫ গিগা বাইট ৩৪৫ টাকা ( রাতের জন্য ) @৫ গিগা বাইট ৯৭৭ টাকা।

(বলে আনলিমিটেড???) আর তো কোন অফার নাই। আমরা চাই ২ গিগা বাইট ২০০ টাকা (ভ্যাট সহ ) করা হোক। ৫গিগা বাইট ৩৫০ টাকা করা হোক। আর ১০ গিগা বাইট ৬০০ টাকা করা হোক। প্লীজ ! অফার চেন্জ করেন।

সরকার নেটের দাম কমায়, আর আপনার তার মজা নেন। সাধারণ গ্রাহকরা কোন লাভ পায়না। সরকার যদি ১০০ টাকাও কমায়, আপনারা তার ফল আমাদের ভোগ করতে দিন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।