আমাদের কথা খুঁজে নিন

   

জিপি থেকে রবি

শেষ বারের মতো সতর্ক করছি... মাসখানেক আগে পোষ্ট করেছিলাম। গ্রামীন ফোনের আনলিমিটেড (৫ জিবি) এবং আমার কান্না । তার পর মাসটা পার করেছি কাঁদতে কাঁদতে। এক হচ্ছে এতগুলো টাকা(৯৭৮টাকা মাত্র) । এক জিবির চেয়ে বেশি মনে হয় ব্যবহার করতে পারি নাই।

আমার কান্না দেখে কেউ হাসে। কেউ বা শান্তনা দিলেন। অনেকেরই পরামর্শ ছিল বাংলালায়ন বা রবি। আমি যে খানে থাকি এখানে বাংলার সিংহ নাই। আছে কেবল বাংলার শেয়াল।

তাতেও মন্দ কি ? ধুর্ততায় শেয়ালও কম যায়না। শিয়ালের উপর গভির অস্থা রেখে। ভগবানাল্লার নাম নিয়ে রবির দোকানে গিয়ে হাজির। আমার আবার এক খান রবি সিম ছিল। কিন্তু সিম তাদের দেখালে বলে ভাই এইটা বিছানার তলে কত দিন রাখছেন।

আমি বলি না না বিছানার তলায় রাখবো কেন(আমার বিছানাটাও খুব বড় না) মানি ব্যাগে ছিল। কি সমস্যা? মেয়াদ শেষ অন্তত ছয়মাস ব্যবহার করেন নি। আমিও তর্ক না করে মেনে নিলাম হতেই পারে। এতগুলো মোবাইল কম্পানি এতগুলো সিম। কার কোন অফার কখন দেয় বলা যায়না তাই সবই কিনে রেখেছি মানি ব্যাগে।

নামে মানি ব্যাগ হলে কি হবে অসলে থাকে সিম(মানি ব্যাগ ভরার টাকা কোথায় পাব?) তো আপনাদের রবি সিম কখন শেষ ব্যবহার করেছি মনে নাই। এখন কি করতে হবে। বলে আপাদত রিচার্চ করেন। আমি ফোন করে এক্টিভ করে দেব। আমি বিশ্বাস ভরা অন্তরে ৫২০টা টাকা দিয়ে আসলাম।

ও আচ্ছা বলে নেই রবি তিন জিবি দিচ্ছে ভ্যাট সহ ৫১৭.৫০ টাকায়। হারামির ফোনের তুলনায় কততততত ভালা। সেদিন ছিল বৃহস্পতি বার। রাতে কয়েক বার আমার ফোনে এসএম আসে বলে রিচর্জ ফেইল। পরদিন শুক্রবার।

ভাবলাম গেল এবার এবার টাকাও গেল নেট ব্যহার করার ইচ্ছাও বোধ হয় গেল। ভালই এই শিক্ষার পরেও যদি নেট ব্যবহার করি তবে আমি বিশ্ব বেহায়া দলের সদস্য হয়ে যাব। কি করার এর মাঝে দু তিন বার জিপি নিয়ে কয়েক বার চেষ্টা করে মাথার চুল টানি। কোন রকম রাগ একবোল পানির উপর দিয়ে গেছে। এই কথা আর একদিন হবে।

কোন ভাবে মডেমটা রক্ষা পেল। শনিবার আসল। সকাল হতেই হাজির। মেজাজ খুব বিলা। পুরো মাসটাই চরম বিরক্তে গেছে।

এবার নগদ টাকা দিয়েও দুইদিন নেটহীন দিন কাটিয়েছি। (নেট রুগে আক্রান্ত ব্যক্ত ছাড়া ইহার মর্ম অন্য কেউ বুঝবেনা) । তার পর সমাধান হলো। আজ প্রথম দিন। অন্তত যারা হারামির ফোন ব্যবহার করেছে তাদের তুলনায় স্বর্গ বলা যাবে।

ডালো স্পিড পেলাম গড়ে ২৮/৩০ কেবি/সেকেন্ড। আমার কাছে ভাল। এটা কি রবির প্রচারনা হয়ে গেল নাকি? হা হা হা... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।