আমাদের কথা খুঁজে নিন

   

একলা শালিক!!



আমারোতো পিরিতি ছিলো, মনে ছিলো আটচালা গেরেস্ত ঘর; আউশ ধানের ভূঁয়ে হুহু করা উজান বাতাসে সাধ ছিলো তোরে নিয়ে পড়ি দেবো ভৈরবি চর। বাবলি কাটার ফাকে উকি মারে রংগিলা ফুল, তারও কি সুবাস আছে? যেমনি সুবাস মাখা, ঈশান মেঘের মতো কোমর দিঘল ছিল তোর কালো চুল? একলা শালিক দেখে এখনও কি কাঁপে তোর বুক? ফেরীওয়ালা ডেকে ডেকে রঙিন কাঁচের চুঁড়ি, কিনে দেয় আজ কেউ? ব্যাথা দিয়ে আজো পাস সুখ? চাতালে কদুর লতা, মায়া ভরা চান্নি পসর। কেনো সব মিছে লাগে!! ভালবেসে কেন তবু ভেঙ্গে যায় পরানে পরান বাধা পিরিতের জোড়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।