আমাদের কথা খুঁজে নিন

   

কথার মালা



কথা আগে না সুর আগে তাল আগে না লয় আগে এ নিয়ে মিছে তর্ক হায় কথা থেকে সচরাচর সুর হয় সুর থেকেও আবার কথা হয় লয়ে ভর করে তাল হয় গতিময় তাল বিনা লয়ের মূল্য কি রয় কারো থেকে কেউ কম কিছু নয় কথা আগে না সুর আগে তাল আগে না লয় আগে এ নিয়ে মিছে তর্ক হায় সুর তাল লয় দিয়ে গাঁথা কথার মালা শিল্পীর কন্ঠে প্রাণ পায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।