মনটা আমার পাথর, চোখে সাহার মরুভূমি
মায়া মমতা প্রেম ভালবাসা সব সব যেনো
আমার জগতে ডুমুরের ফুল। দেশের কথা ভাবীনা
অথচ আমি দেশের প্রধানমন্ত্রী।
এইতো আজ সকালে আমি বস্তিতে
কেতর আলীর কাছে ভোট চেয়ে তাকে
জড়িয়ে ধরেছিলাম। দুপুরে সে আমার
মায়াবী হাসিতে ভুলে ভোট দিয়ে
আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আমি
বিকেলে বদলে ফেললাম আমাকে।
আমি ডানা মেলা বিশাল পাখি
আমি উপরে থাকি, কিন্তু আমার চোখ
সব সময় নীচে, আমি তোমাদের অনেক ভালবাসি
আমাকে তোমরা শকুন ভেবো না।
আমি এ রাজ্যের অধিকর্তা আমি
তোমাদের ছায়া দিতে ডানা মেলে উপরে আছি
তোমাদের ছায়া দিতে আরো উপরে উঠবো
ঐ সূর্য্যে কাছাকাছি। আমি তোমাদের থেকে
দূরে থাকবো তোমাদের কারনে তোমরাই তো
ভোট দিয়ে উপরে তুলে দিয়েছো।
আমি হাসতে পারি মিথ্যা বলে
মন জয় করতে পারি, আমি ডাইনরি মত
সব পারি সব। তোমাদের জন্য মূত্য আনতে
আরো সময় লাগবে।
অপেক্ষা করো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।