আমাদের কথা খুঁজে নিন

   

আগুন ! আগুন - রণক ইকরাম

মুগ্ধ প্রেমিক তাই ভালোবাসা করে না!

দ্রব্যমূল্যের আকাশযাত্রার এই সময়ে 'আগুন' শব্দটি নতুন করে লাইমলাইটে চলে এসেছে। এ বিষয়ে আমার বন্ধু আগুনের সঙ্গে কথা হচ্ছিল। প্রসঙ্গটা তুলতেই ও ক্ষেপে গিয়ে বলল, 'আমি যদি আগুনের আবিষ্কর্তাকে খুঁজে পেতাম তাহলে তাকে আগুনে পুড়িয়ে মারতাম। ' ওর কথা শুনে আমি ব্যাপক টেনশিত হয়ে এর ব্যাখ্যা চাইলাম। তখণ আমার বন্ধুটিও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলতে শুরু করল- অর্থের মতো আগুনও অনেক অনর্থের মুল।

আর বাস্তবতাই তো বলে যে আগুন পোড়ানোর মুল। আগুন আবিস্কার না হলে আমরা খাওয়া-দাওয়া অত বিলাসী হতে পারতাম না। ডিকশনারিতে 'ভোজনবিলাস' বলে কোনো শব্দ থাকত না। ফলে দ্রব্যমূল্যের ওপর কোনো চাপ থাকত না, বাজারেও আগুন লাগত না। তবে আগুন কিন্তু কখনো কখনো সুনামও বয়ে আনতে পারে।

জীবনের শেষ লগ্নে এক দুর্ধর্ষ ডাকাত তার ছেলেদের বলে গেল-'বাবারা আমি তো সারাজীবন খারাপ কাজই করলাম, তাই আমি মরার পর তোরা এমন কাজ করবি যাতে আমার সুনাম হয়! আমার আত্মা শান্তি পায়। ' কথাগুলো শেষ হতেই সেই ডাকাত মারা গেল। এখন ডাকাতের ছেলেরা ভাবতে শুরু করল, কীভাবে বাবার সুনাম করা যায়। ওরা ডাকাতি করা ছাড়া আর কিছুই তো শিখেনি। তাই তারা সিদ্ধান্ত নিল বাবার মতো তারাও ডাকাতি করবে তবে নতুন স্টাইলে! তারা এবার ডাকাতি করার পাশাপাশি ডাকাতি শেষে ডাকাতি করা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যেত।

লোকজন বলতে শুরু করল, ওদের বাপটাই ভালো ছিল, ডাকাতি করে চলে যেত কিন্তু কারো ঘরে আগুন দিত না। কবি নজরুল বলেছিলেন-'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। ' বলা বাহুল্য-সেই হাবিয়ার প্রভাব থেকে বাঙালিরা আজো মুক্ত হতে পারেনি। এখনো সামান্য কারণেই স্লোগান ওঠে- 'অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ' তবে পিছনে কথা হলো ঘরে ঘরে আগুন এখনো জ্বলছে।

যেমন প্রায় প্রতিদিন কী এক অদৃশ্য ভূত পেট্রোল ঢালছে দ্রব্যমূল্যের বাজারে। ভাব দেখে মনে হয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার কেবল লাগামই ছিঁড়েনি বরং কেউ পশ্চাৎদেশে কেরোসিন ঢেলে দিয়েছে। যে কারণে পাগলা ঘোড়ার কেবল ছুটছে তো ছুটছেই! এই ঘোড়ার লাগাম টেনে ধরতে পারে এমন রাজকুমার আমরা পাইনি। তাই দুঃখ বলবৎ আছে। গায়করা নিরন্তর গেয়ে চলছে- 'ধিকি ধিকি আগুন জ্বলে।

বুকে নদী বইয়া চলে। ' হায় হৃদয়ে আগুন, বাজারে আগুন তাই পেটেও আগুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.