ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"
সুইডেন সরকার আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। পূর্ণকালীন স্বল্প মেয়াদে এ বছরে ফল সেমিস্টারের জন্য প্রদান করা হবে এই বৃত্তি। আবেদন করতে পারবেন যেকোনো বয়সের শিক্ষার্থীরা। এই বৃত্তির মেয়াদ শুরু হবে এ বছরের এপ্রিল থেকে।
তবে শিক্ষার্থী যদি দুই বছর বা তার বেশি সুইডেনে অবস্থান করে থাকেন, সুইডেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা কাজ করার অনুমতি পেয়ে থাকেন, আগে কোনো সুইডিশ প্রতিষ্ঠান থেকে মাস্টার্স বা গবেষণা পর্যায়ে বৃত্তি পেয়ে থাকেন এবং যদি কোনো সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি থেকে থাকে, তবে এই বৃত্তির জন্য তাঁরা আবেদন করতে পারবেন না।
এই বৃত্তিতে শিক্ষার্থীদের টিউশন ফি দেওয়া হবে। আবাসন-ব্যয় বাবদ দেওয়া হবে আট হাজার সুইডিশ ক্রোনার। এই বৃত্তি শুধু ২০১১ ফল সেমিস্টারে প্রোগ্রামগুলোর জন্য দেওয়া হবে। এই বৃত্তি এক শিক্ষাবর্ষ বা দুই সেমিস্টারের জন্য দেওয়া হয়ে থাকে। তবে শিক্ষার্থীর ফলাফল যদি সন্তোষজনক হয়, তবে পুরো প্রোগ্রামের জন্য এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।
কোনো শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হলে তাঁর পরিবারের অন্য সদস্যরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। বিশেষ ক্ষেত্র ছাড়া এই বৃত্তির মেয়াদ পরিবর্তন বা বাড়ানো হবে না। এই বৃত্তির আওতায় ভ্রমণ-ব্যয় বাবদ ১০ হাজার ক্রোনার দেওয়া হবে। আর বৃত্তি চলাকালীন সময়ের জন্য সুইডিশ স্টেট গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের অসুস্থতা এবং দুর্ঘটনা বিমা করা হবে।
এই বৃত্তির জন্য আবেদন করতে হবে আগামী ১৭ জানুয়ারি তারিখের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে। এই আবেদন চালু হয়েছে ০১ ডিসেম্বর ২০১০ থেকে, চলবে ১৭ জানুয়ারি ২০১১ পর্যন্ত। অনলাইনে আবেদনের ঠিকানা:
www.studera.nu
সুইডিশ ইনস্টিটিউট শিক্ষার্থীদের আবেদন নির্বাচন করবে এবং নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে www.studyinsweden.se ঠিকানায়।
তথ্যসূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।