আমাদের কথা খুঁজে নিন

   

শকিং আইফোন! চায়নাতে নিহত… আহত সিডনিতে।

চায়নাতে গত ১২ জুলাই ২৩ বছর বয়সী এক তরুনী আইফোন৫ থেকে কল রিসিভ করার সময় ইলেকট্রিক শক খেয়ে মারা যান।
এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি অ্যাপল দুঃখজনক এই ঘটনাতে নিহত হওয়া তরুণীর পরিবারের কাছে সমবেদনা এবং একই সঙ্গে অ্যাপল এই আকস্মিক ঘটনার জন্য বিশেষভাবে তদন্ত করার জন্য ঘোষণা দিয়েছে।  দুর্ঘটনা ঘটেছে যেই ফোনটি দিয়ে, তার গত ২০১২ এর ডিসেম্বরে কেনা হয়। সহসা এমন দুর্ঘটনার কারণ তদন্তের জন্যে অ্যাপলের কাছে ইতিমধ্যেই সম্পূর্ণ বক্স ও অ্যাক্সসোরিজসহ ফোনটি হসতান্তর করে তরুণীর পরিবার। তবে, অ্যাপলের জন্যে সুখের কথা এই যে, তরুণীর পরিবার এখনো কোন ক্ষতিপূরণ দাবী করেনি।


নিহতের পরিবার আশা করছিল যে, অ্যাপল এই ঘটনার পূর্ণাঙ্গ কারণ খুঁজে বের করবে ও যথাযথ ব্যবস্থা নেবে। অ্যাপলও নিহতের পরিবারকে পূর্ণ আশ্বাস দিয়েছিল যে তারা এই ঘটনার ব্যাপারে সঠিকভাবে তদন্ত করবে।
কিন্তু, এই ঘটনাটির রেশ কাটতে না কাটতেই আরেকটি একই রকম ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়ার সিডনিতে।
এবারে শিকারও এক তরুণীই। অস্ট্রেলিয়ার সিডনিতে ২০ বছর বয়সী এই তরুণী আইফোনে কথা বলার সময়ই বিদ্যুতের শক করে ফোনটি থেকে।

পরবর্তীতে তাকে তত্ক্ষণাতভাবে সিডনির একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।  আক্রান্ত এই তরুণী আইফোন চার্জে দিয়ে কথা বলছিলেন কি না এই ব্যাপারে তেমন কিছুই এখনো জানা সম্ভব হয়নি।  পরপর এমন সব ঘটনা নিঃসন্দেহে অ্যপল’এর উপর চাপ সৃষ্টি করছে। এমন যদি চলতেই থাকে, তবে অ্যান্ড্রয়েড আর লুমিয়ার সাথে পাল্লা দিয়ে আইফোন কতদূর আর যেতে পারবে, তা নিয়ে সন্দেহের আনাগোণা ইতিমধ্যেই দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মনে। কিন্তু, প্রতি নিয়তই নতুনত্বের জন্ম দেওয়া অ্যামেরিকান টেক জায়ান্ট “অ্যাপল” এখন এর বিপরীতে কি পদক্ষেপ নেয়, আমরা অপেক্ষা করছি তাই দেখার।


সংগৃহিত: http://www.phonejagat.com/1902.html

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।