দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মহাজোটের মেয়র প্রার্থীর পক্ষে সোমবার দুপুরে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গণসংযোগকালে হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা। এরপর উভয় গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর বিকেলে মহাজোটের একাংশের সমর্থিত ওয়ার্কার্স পার্টির নেতা মন্টু লাল কুন্ডুর নির্বাচনী উঠান বৈঠকে এমপি মেনন বলেছেন, ২০০৯ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে মহাজোট শেখ হাসিনাকে মতায় বসিয়েছে। একইভাবে এখানকার মহাজোটের প্রার্থীকেও জনগণ বিজয়ী করবে।
এ সময় এমপি মেনন মহাজোটের প্রার্থী অধ্যাপক মন্টু লাল কুন্ডুকে ভোট দিয়ে জয়ী করার আহব্বান জানান। পৌরসভার ১ নং ওয়ার্ডের ওই উঠান বৈঠকে তিনি আরো বলেন, মহাজোট সরকার মতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। জনগণ সেই প্রতিশ্রুতি পূরণের দিকে চেয়ে আছে।
জানা গেছে, এমপি রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির নেতা মন্টু লাল কুন্ডুর প েগণসংযোগ করতে দুপুর দেড়টায় বানারীপাড়া ডাকবাংলোয় আসেন। সেখান থেকে বানারীপাড়া শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
মেনন ও কুন্ডু সমর্থিতরা বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে হেঁটে থানার সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সালেহ মঞ্জু মোল্লার সমর্থিত উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, ফারুক হোসেন ও ছাত্রলীগ নেতা সজীব খানসহ ২০/২৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। কুন্ডু সমর্থিতরাও আওয়ামী লীগের ক্যাডারদের ধাওয়া দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কুন্ডু সমর্থিতরা বলেন, একজন এমপির উপস্থিতিতে মহাজোটের নেতাদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডারদের হামলার ফলে আগামী ১৩ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অধ্যাপক মন্টু লাল কুন্ডু শীর্ষ নিউজ ডটকমকে বলেন, এমপি মেননের গণসংযোগকালে কর্মীদের ওপর হামলার ঘটনায় ভোটারদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা এ বিষয়ে উৎকণ্ঠায় রয়েছেন। চারদলীয় জোটের মেয়র প্রার্থী গোলাম মাহমুদ মাহবুব মাস্টার শীর্ষ নিউজ ডটকমকে বলেন, বানারীপাড়ার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনা মোতায়েন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন শীর্ষ নিউজ ডটকমকে বলেন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মন্টু লাল কুন্ডু আমাকে দেখে সাবেক চিফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহকে গালাগালি করেছেন, এজন্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বানারীপাড়া থানার ওসি মেজবাউদ্দীন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানেন না বলে মন্তব্য করেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।