আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা খালার অমৃত ভাষন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

একজন এমপি-র বাসায় ডাকাতি হয়েছে। তাও কি জানেন, সেই এমপি সরকারী দলের! এর পরেও সাহার খালাম্মা দাবী করেছেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে"। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, "এমপির বাড়িতে ডাকাতির কথা কোনোদিন শুনিনি"। শুনবেন কোত্থেকে? আপনাদের আম্লীগের আমল তো ২০০১-এ শেষ হয়ে গিয়েছিল! মাঝখানে তো আর আম্লীগের আমল ছিল না, ছিল চোরা বিম্পির আমল।

আর তাদের আমলনামার মত আপনাদের আমলনামাও দেখা যাইতেছে একই। খালাম্মা আরো বলেন, "এমপির বাড়িতে কারা কী উদ্দেশ্যে ঢুকেছিল তা খুঁজে বের করা হবে। ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে তাও খুঁজে বের করা হবে। ডাকাতদের গডফাদারকেও আইনের আওতায় আনা হবে"। খালাম্মার কাছে প্রশ্ন, আইনটা কি যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন।

খালাম্মার চোখে তো সব অরাজকতার মূলে আছে যুদ্ধাপরাধীরা, তাই জিজ্ঞেস করলাম আর কি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.