আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার পত্রিকায় শুধুমাত্র বাংলাদেশের নেগেটিভ খবর গুলোই ছাপা হয়। (বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের দাড়ি ছোট করার খবর তাদের পত্রিকায় আসে কিন্তু বিএসফের ফেলানি হত্যা তাদের চোখে পরে না।)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
অন্যান্য পত্রিকার ন্যায় কলকাতার বাংলা পত্রিকা 'আনন্দবাজার' 'বর্তমান' ও 'আজকাল' এর উপর আমার কড়া নজর থাকে। এরা বাংলাদেশ নিয়ে সাধারনত এই দেশের নেগেটিভ খবর গুলোই বেশি তুলে ধরে। বাংলাদেশের কোন খেলার খবরও তারা তুলে ধরে না, এমন কি কক্সবাজারে তাদের মহিলা দল এশিয়ান উইমেন কাপ চ্যাম্পিয়ন হলেও তাদের কোন পত্রিকায় কোন খবর ছাপা হয় নি। শাহরুখখানের দল এসে কোটি টাকা কামিয়ে নিয়ে গেলেও সে বেপারে কোন নিউজ আসে নি। বিশ্বকাপ উদ্বোধনি অনুষ্ঠানে তারা টাকা কামাতে এই দেশে আসছে তাতেও তাদের কোন নড়াচড়া নেই। কিন্তু আজ তারা বাংলাদেশের দুটি খবর ছাপিয়েছে যা মোটেও বড় কোন খবর নয়। বিদেশে হাজার হাজার ঘটনা ঘটলেও 'দৈনিক বর্তমান'এর বিদেশের খবর এর পাতার একটি খবর হচ্ছে ' বাংলাদেশে দাড়ি ছেঁটে বরখাস্ত মাদ্রাসার ১৫ ছাত্র'। আরেকটা খবর কিছুটা দুঃখ জনকে হলেও সেটা বিএসএফের হাতে 'ফেলানি'র খুন হবার তুলনায় কিছুই ন. খবরটি হচ্ছে 'ঢাকেশ্বরী মন্দিরে সোনা-রুপোর গয়না চুরি, পুজো সাময়িক বন্ধ, ক্ষুব্ধ হিন্দুরা'। Click This Link বিএসএফের হাতে বাংলাদেশি খুন হওয়া নিয়ে যে বাংলাদেশের পত্রপত্রিকায় ব্লগে ঝড় বয়ে যাচ্ছে সেই সমস্ত খবর কি তাদের চোখে পরে না???????????????????????????????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।