আমাদের কথা খুঁজে নিন

   

স্যালুট নারী স্যালুট তাদের কর্ম স্পৃহা

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... আপনারা জানেন আজ নারী সমাবেশ হয়ে গেল। নারী সমাবেশের মুল শ্লোগান ছিল "নারীর চোখে বাংলাদেশ দেখতে"। আজ এক শুভাকাঙ্খি ফোন দিয়ে বললো " ভাই আপনি তো লেখালেখি করেন, একটা প্রশ্নের জবাব দিবেন যদি নারীর চোখে বাংলাদেশ দেখি তো আমার চোখ দিয়া আমি কি দেখবো? প্রশ্ন শুনে দুটি উত্তর প্রস্তুত করেছি " প্রথমটা হলো প্রশ্নটটা নারী নেত্রীদের করলে ভালো হতো দুই: এটা একটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে। ঐ লোকের উত্তর পছন্দ হলোনা বলে ভাই বুদ্ধিজীবিতার ধারা বাদ দেন। আমার চোখে আমি আমার বাংলাদেশ দেখমু।

তবে নারীদের সম্মান করতে হবে। তাদেরকে ও মুল্যায়ন করতে হবে কারণ অর্ধেক জনগোষ্ঠি নারী। হুম, বলা ছাড়া আমার কিছু বলার ছিলনা। যাই হোক নারীরা এতো প্রতিকুলতার সত্ত্বেও সমাবেশ করেছে একটা চ্যালেঞ্জ রাষ্ট্রের কাছে ছুড়ে দিতে পেরেছে সেটাই বড় কথা। নারীদেরকে যারা ঘরের কোনে বদ্ধ করতে রাখতে চায় তারা আসলেই বোকাদের জগতে বাস করে।

এ যুগে সুযোগ দিতে হবে। সে নারীই হোক আর পুরুষই হোক। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।