সৃষ্টিশীল
মানুষের পাশে মানুষই কি দাঁড়ায় না চিরকাল? পাষাণে চাপাপড়া শত শত লাশ পচে যাচ্ছে, গলে যাচ্ছে। আর যাদের নাকের ডগায় এখানো প্রাণবায়ু আছে, কাতরাচ্ছে খুব। বুকের ওপর থেকে সরাতে হবে জগদ্দল পাথর। শিগগির উদ্ধার করতে হবে। কালে কালে সামান্য মানুষেরাই করে এসেছে ত্রাতার কাজ।
এখনো করছে। এই তো যমদূতের গালে চটকনা দিয়ে এই মাত্র একজনকে উদ্ধার করা হলো।
হে ইশ্বর, হে উর্দি, আর যত রঙের প্রভু আছ, মিনতি রাখ। ওহে `হস্ত পদ স্কন্ধ মাথাহীন' বেশরম, একটু সরে দাঁড়াও। হাত তো নাই যে বাড়াবে।
এই মরাধরা ভুখা-নাঙ্গা-মজুরদের পায়ে হাত দিয়ে সালাম করবে। হায়াও তো নাই, থাকলে আজ ধুলায় মিশে যেতে না কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।