আমাদের কথা খুঁজে নিন

   

স্যালুট তোমাদের

লিখি মরণ নতুন শব্দ নয়! বরং, অমরত্বই শ্বাশ্বত অলীক। যাবতীয় আয়োজন ব্যর্থ করে নিয়তির সঙ্গে সমঝোতা করে অন্ধলোকে নেমে গেছে জনপদ, ব্যাধি, অপঘাত, দুর্যোগের সহস্র দরজায় লোকান্তরে চলে যাই আমরা। খুন না হয়েও বেঁচেছে কত জন? কোটি কোটি অভিজাত কাপুরুষ ধনসম্পদ এবং খ্যাতি নিয়ে স্যাতস্যাতে খয়েরি পাতার মত গাছের তলায় পঁচে গেল, হারে নি সময়ের শ্রেষ্ঠ সন্তান, বীর, গৌরবে উজ্জ্বল মৃত্যু তার হৃদপিণ্ডে আঁকা। প্রতিবাদে প্রস্থান প্রতিহত - রক্তের টকটকে রঙ সোনা রূপা এসবের চাইতে অনেক দ্যুতিময়! - ড্রাফট ২.০ স্যালুট অমর একুশ আমাদের বিপ্লবের মাইলস্টোন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।