কালকের সব টিভি চ্যানেল আর আজকের সব পত্রিকাজুড়ে খবর হলো সাকিব আল হাসানকে আইপিএল দল কলকাতা নাইটরাইডার্স সোয়া চার লাখ ডলারে কিনেছে (!?) গতবারও নিলাম তালিকায় সাকিব ছিলেন। তখনো তিনি ছিলেন আইসিসি রেটিংয়ে বিশ্বের এক নম্বর ওডিআই অলরাউণ্ডার। অথচ গতবার তিনি বিক্রি হননি। আইপিএল এতবড়ো ব্যাপার যেখানে আইসিসি রেটিংয়ের কোন দাম নেই। দাম নেই বললাম, কারণ কেউ সাকিবকে নেননি।
তাহলে এবার কেন নিলেন ? তাও আবার প্রায় তিন কোটি টাকায় ! এক বছরে এমন কি হলো ? আরেকটা কথা, তার আগে সাকিব ক্রিকেটের বাইবেল বলে খ্যাত উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও ছিলেন।
এই নাইটরাইডার্স মাশরাফিকে সোয়া চার কোটি টাকায় কিনে সারা লীগে বসিয়ে রেখে মনোবলটা এমনই ভেঙে দিয়েছিলো যে, এক ওভার বল করে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মিলে সেটা ম্যাচ-পরাজয়ী ওভারে পরিণত হলো। সেই মাশরাফিকে আমরা আর ফিরেই পাচ্ছি না। সাথে বারবার জুটছে ইনজুরী।
আশরাফুলের প্রশংসায় রবি শাস্ত্রীর মুখে ফেনা উঠতেও দেখেছি।
আইপিএল-এ তারও ভাত জোটে না।
এর আগে আইসিএল ধাক্কায় আমাদের পুরো জাতীয় দলই লণ্ডভণ্ড হয়ে গেলো। সুমনের কেরিয়ার অকালে শেষ হলো। কাপালী, বৈশ্যদের দুর্ভোগ আজো যায়নি। শাহরিয়ার নাফিস কিউইদের সাথে ভালো খেলে, লীগে ভালো খেলেও বাদ পড়ার পথে।
আফতাব আহমেদ, ধীমান ঘোষরাও হারিয়ে যাবার দশা।
এই হলো আমাদের আইসিএল, আইপিএল বৃত্তান্ত। সেই আইপিএল-এ সাকিবের হঠাৎ মূল্যবান হয়ে ওঠা আমাদের ক্রিকেটের জন্য যে কি বয়ে আনে সেটা নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নাই। কারণ ঘর পোড়া গরু যে সিঁদুরে মেঘের ভয়ে আতঙ্কিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।