অবশেষে রাজধানীর এবং এই সাথে আমাদের ও ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষেই হোক অন্তত এই কারনে রাজধানীর প্রায় ২৬ টি সড়কের উন্নয়ন হচ্ছে।
রাজধানীর সড়ক ও ফুটপাতের ভগ্নদশা দূর হচ্ছে।
আগত খেলোয়াড় ও বিদেশি অতিথিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য দুটি স্টেডিয়ামের আশপাশের সড়ক, ফুটপাত, ড্রেন ও মিডিয়ানসহ প্রধান ২৬টি সড়কের উন্নয়ন কাজ চলছে। দীর্ঘদিন মেরামতের অভাবে এই সড়কগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছিল।
খেলোয়াড়সহ সংশিস্নষ্ট ব্যক্তিবর্গ রাজধানীর হোটেল সোনারগাঁও এবং শেরাটনে উঠবেন। তাই এয়ারপোর্ট থেকে এই দুটি হোটেল এবং দুটি স্টেডিয়ামে যাতায়াতের সড়ক সংস্কার এবং উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রকল্পভুক্ত সড়কগুলোতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত নতুন করে মেরামত করা হচ্ছে। রাস্তা কাপের্টিংয়ের কাজও চলছে।
সড়কগুলোতে অবৈধভাবে বসা হকারদের সরে যেতে বলা হয়েছে।
এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজও শুরু হয়েছে।
তাই মনে হচ্ছে প্রতি বছরই যদি বিশ্বকাপ হতো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।