আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাম্পার্ডের কৃতিত্বে চেলসির জয়

চেলসির খেলোয়াড় হিসাবে ল্যাম্পার্ডের গোল-সংখ্যা ২০৩টি। আগের রেকর্ডটি ছিল ববি ট্যাম্বলিংয়ের ২০২ গোল। ১৯৫৯ থেকে ১৯৭০ সাল পর‌্যন্ত লন্ডনের ক্লাবটিতে খেলেছিলেন ট্যাম্বলিং। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে চেলসি আরো সুসংহত। ৩৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭২ পয়েন্ট।

৬৭ ও ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার। দুটি দলই অবশ্য চেলসির চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড (৮৫ পয়েন্ট) ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি (৭৫) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেয়েছে। দুই দলই ৩৬টি করে ম্যাচ খেলেছে। ইংলিশ লিগের সেরা তিন দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পায়।

চতুর্থ দল খেলে বাছাইপর্ব। ভিলা পার্কে ১৫ মিনিটে বেলজিয়ামের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের গোলে পিছিয়ে পড়ে চেলসি। তবে ৬১ ও ৮৮ মিনিটে ল্যাম্পার্ডের দুই গোল মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেয় তাদের। কোনো দলই দশ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। বিরতির ঠিক আগে চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস ও ৫৮ মিনিটে স্বাগতিকদের গোলদাতা বেনটেকে লাল কার্ড দেখেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।