মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘ পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ নির্দলীয় সরকারের পক্ষে রায় দিয়েছে। পত্র-পত্রিকার জরিপে দেখা গেছে, দেশের ৯০ ভাগ মানুষ এই দাবি সমর্থন করে। ’’
সরকারকে সতর্ক করে তিনি বলেন, “শুভ বুদ্ধির উদয় হলে সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নেবে। তা না হলে ঈদের পর তাদের এক দফা আন্দোলনের মোকাবিলা করতে হবে।
’’
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার পর থেকেই বিএনপি ও শরিক দলগুলো আন্দোলন চালিয়ে আসছে।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলে আসছেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গত সাড়ে চার বছরে সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতান্ত্রিক পরিবেশকে তারা বিনষ্ট করেছে।
বিএনপি দেশে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে। ”
বিএনপি আমলের ‘দুর্নীতি’ এবং বর্তমান সরকারের ‘উন্নয়নের’ তুলনামূলক চিত্র তুলে ধরতেই রাজধানীতে বিলবোর্ডে প্রচার চালানো হচ্ছে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারের অংশ। বিলবোর্ড নিয়ে আমি আগে কথা বলছি, এ নিয়ে আর কথা বলতে চাই না। ’’
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ একদল চিকিৎসককে নিয়ে মির্জা ফখরুল এদিন জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।