আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সোমবার

নামহীন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে অনার্স ১ম বর্ষে ভর্তি আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ তে অনুষ্ঠিত হবে। অপেক্ষমান তালিকায় থাকা ৪শ ৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. দ্বীপেন দেবনাথ জানান, সোমবার সকাল ৯টায় কোটায় আর্কিটেকচার ব্যতীত ‘বি/বি১’ ইউনিটভুক্ত সকল বিভাগে মুক্তিযোদ্ধার সন্তান : ১৬-৩০ ও আদিবাসী ৮ এবং প্রতিবন্ধী : ‘বি/বি১’ ইউনিটভুক্ত সকল বিভাগে ১২-১৪ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। এছাড়া সাধারণ বি/বি১ইউনিটে আর্কিটেকচার ব্যতীত সায়েন্স/এপ্লায়েড সায়েন্স এর সকল বিভাগের জন্য ডাকা হয়েছে মেধাক্রম ৭০১ থেকে ১১০০ পর্যন্ত। সকাল সাড়ে ১১ টায় কোটায় ‘এ’ ইউনিটভুক্ত সকল বিভাগে মুক্তিযোদ্ধার সন্তান ৪-৫, আদিবাসী ৯-১০ পর্যন্ত, এছাড়া সাধারণদের বিজ্ঞান ১৬১-১৭২, বাণিজ্য ৬১-৭২ এবং মানবিক ৮১-৯০ পর্যন্ত ভর্তিচ্ছুদের ডাকা হয়েছে। ভর্তির সময় ভর্তিচ্ছুকে ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসীট, প্রশংসা পত্র ও ভর্তির জন্য ৪ হাজার ৬০০ টাকা সঙ্গে আনতে হবে। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে উক্ত কোটায় ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য অবশ্যই সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.