আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটি আঞ্চলিক প্রবাদ সমূহ (একটি সংগ্রহমূলক পোস্ট)

ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :(

খুব ইচ্ছে বাংলাদেশের আঞ্চলিক প্রবাদ/উপকথা নিয়ে একটি সংগ্রহ তৈরি করব। ছোটবেলা থেকেই মায়ের মুখে অদ্ভুত অথচ সুন্দর সিলেটী প্রবাদ শুনতাম। সেই থেকেই আগ্রহ তৈরি হল। আমি নিজে যতটুকু বা যা জানি তাই দিয়ে শুরু করলাম। পোস্টটি ভালো লেগে থাকলে আপনারাও অংশ নেবেন এই প্রার্থনা।

কিছু সিলেটী প্রবচনঃ নিজে সিলেটী তাই এগুলোর প্রতি আলাদা আকর্ষণ আছে। আমার খুব প্রিয় একটি সিলেটী প্রবচন বলি যার শুদ্ধ রূপ এমন – “সবাই যদি বিদেশ চলে যায়, মা-কে মাছ মেরে খাওয়াবে কে?” ভালো না লেগে কি পারে? আরও কিছু শুনুন- ২। লাউ থাকি বারইয়া হুরোইনঃ যার অর্থ “বাঁশের চেয়ে কঞ্চি দড়। “ ৩। মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ারঃ “গাছে কাঁঠাল গোঁফে তেল।

” ৪। বউ লড়তে ঘর লড়েঃ অস্থির প্রকৃতি অর্থে। ৫। এঙ্গও যায় বেঙ্গও যায় লগে লগে খইয়া মাছও যায়: একজনকে দেখে অন্যদের তার সাথে সাথে তাল দেয়া। ৬।

যদি অয় সুজন এখ মশারির তলে সাতজন আর যদি অয় কুজন তাইলে সাত মশারির তলে সাতজনেও কুলায় না: নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে আপাত অসম্ভব অনেক কিছুই আসলে সম্ভব। ৭। ফকির মরইন ভাতে আর বাবু মরইন শীতে: : ভাব ধরতে গিয়ে শুধু শুধু কষ্ট ভোগ করা। আরও অনেক আছে। এই মুহূর্তে সবগুলো মনে করতে পারছিনা।

পরে যোগ করব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।