আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কিনেই ফেললাম একখান ল্যাপটপ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

গত কিছুদিন ধরে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। এদিকে জ়ানুয়ারি আসতে না আসতেই শুরু হয়েছিল Digital ICT Fair. আজকে এই মেলার সমাপ্তি ছিল। আর ৫ই জানুয়ারি থেকে শুরু হয়েছে Laptop Fair 2011. যা চলবে ৭ ই জানুয়ারি পর্যন্ত। আজকে সকালেই মেলাতে চলে গিয়েছিলাম। পছন্দ হলে কিনে নিয়ে আসবো একবারে।

কিন্তু যেটা পছন্দ হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। আসুস এর ছিল সেটা। যাই হোক, মেলা থেকেই আমাকে ফুজ়িৎসুর যেই মডেল টা আমার পছন্দ সেটা এখন তাদের কাছে নেই তবে সেটার ২/৩ টা পিস আছে IDB তে। তাই সেখানে দিলাম দৌড়। পরে ওখানে যেয়ে দেখি যেটা পছন্দ করেছি সেটা আসলে নেটবুক যা লিফলেট এ কোথাও লেখা না থাকায় প্রথমে বুঝতে পারি নাই।

যাই হোক, তেমন কোন সমস্যা হয় নি। কারণ বাজারে নতুন আসা একটা মডেল সেই দোকানেই পেয়ে যাওয়াতে কিনে ফেলেছি বিকেলে জেয়ে। Fujitsu Lifebook LH530 দাম - ৩৬,০০০ টাকা মাত্র কিনেছি ৩৫,৫০০ টাকা দিয়ে সাথে পেয়েছি বাংলালায়ন এর ইন্টারনেট মডেম ফ্রী+৩০০ টাকা ফ্রী উসেজ আর সাথে একটা ব্যাগ ফ্রী এবার আসি কি কি আছে এতে - • Intel Pentium Dual Core P6000 (1.87GHz, 3MB L3 Cache) • Intel® HM55 Express Chipset • Intel HD Graphics • Memory 2GB DDR3, 1066MHz • 14-inch SuperFine HD Back Light LED Display (220nits, 1366 x 768 pixels) • 320GB SATA HDD, 5400rpm • Dual Layer DVD Super Multi-writer • Bluetooth v2.1+ EDR • 100/10Mbps Gigabit LAN • Atheros BGN 802.11 WiFi network Connection • Built-in 1.3 Mega Pixel Camera • Secured Digital / SDHC / Memory Stick® / Memory Stick® PRO card slot • Dimensions : 340mm (W) x 245mm (D) x 35mm (H) • 6-cell Battery with 3.5Hrs backup • Weight : 2.2kg • OS : Free DOS • Warranty 1 Year

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।