(প্রিয় টেক) টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের ৪০০ কোটি টাকার কাজ (লট ‘এ’) ‘পছন্দের’ প্রতিষ্ঠানকে দিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ জন্য সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের বিপরীতে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত ধরে পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় আলোচনা করে এ কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার এ সভা হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।