আমাদের কথা খুঁজে নিন

   

বিটিসিএলের সাবেক-বর্তমান এমডিদের বিরুদ্ধে মামলা

রাজধানীর বনানী থানায় বৃহস্পতিবার বিকালে এই মামলাগুলো করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এস এম সাহিদুর রহমান। মামলায় বিটিসিএলের বর্তমান এমডি এস ও এম কলিমুল্লাহ, সাবেক এমডি মো. খবিরুজ্জামান, সাবেক এমডি আফসারুল আলম, সাবেক এমডি আবু সাঈদ খান, প্রাক্তন বিভাগীয় প্রকৌশলী মো. খোরশেদ হাসান, মনিরা বেগম, হাবিবুর রহামান প্রামাণিক, সাবেক সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. মোক্তার আহমেদ, সাবেক এডিই সাজ্জাদ হোসেন, রোনেল চাকমা, বদিউল আলম, জিএম আনোয়ারুল মামুন, প্রকৌশলী মোহাম্মদ তৌফিক, সাবেক সহকারী প্রকৌশলী খান মোহাম্মদ কায়সার প্রমুখ এই মামলাগুলোর আসামীর তালিকায় রয়েছেন। বিটিসিএলের বাইরে এরিকসন বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তাকেও মামলায় আসামি করা হয়েছে।
তারা হলেন- কন্ট্রাক্ট ম্যানেজার আসিফ জাহিদ চৌধুরী, কাস্টমার রিলেশন্স অফিসার নজরুল ইসলাম ও প্রকৌশলী মাসরুরুল হাকিম।
সাহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় মাস আগে আমরা বিটিসিএলের আর্থিক দুর্নীতির অভিযোগ পেয়েছিলাম। এর পর অনুসন্ধানে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আন্তর্জাতিক কল ডাটা মুছে ৬০৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেছেন।”
এসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলে দুদকের সন্দেহ।
তিনি বলেন, “আমরা সন্দেহ করছি, এই টাকা অভিযুক্তরা দেশের বাইরে পাচার করে থাকতে পারেন। আশাকরি মামলা পরবর্তী তদন্তে আরো তথ্য বের হয়ে আসবে।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.