আমাদের কথা খুঁজে নিন

   

মহাবিশ্বের ধ্বংশ বিগ ব্যাঙ এর মাধমে নয়; তা হবে সময় স্থবির হয়ে যাওয়ার কারণে



নিউটনের গতির প্রথম সূত্র হলো - বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে চলমান থাকবে। আর আইনস্টাইনের জটিল সময়ের হিসাবটাও বেশ মজার। যেমন- কোনো ব্যক্তি যদি মহাবিশ্ব ভ্রমনে পৃথিবীর হিসাবে ৩০ বছর কাটিয়ে আসে, তাহলে সে প্রকৃত হিসাবে ৩০ বছরের অনেক কম সময় খরচ করবে (দু:খিত, সঠিক গণনা না দিতে পারার জন্য)। আবার, সম্প্রতি স্পেনের গবেষকরা জানিয়েছেন, মহাবিশ্ব একদিন স্থবির হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ সময় নাকি ফুরিয়ে যাচ্ছে দ্রুতই।

তাদের মতে, মহাবিশ্ব বিগ ব্যাংয়ের মাধ্যমে শেষ হবে না বরং তা তাত্ত্বিকভাবে সময়ের শেষ হবার মাধ্যমেই ধ্বংস হবে। সময়ের শেষলগ্নে মহাবিশ্বের সবকিছু একসঙ্গে স্থবির হয়ে যাবার ফলেই মৃত্যু ঘটবে এই মহাবিশ্বের। ইউনিভার্সিটি অফ বাস্ক কান্ট্রি এবং ইউনিভার্সিটি অফ সালামানকা এর গবেষক হোসে সেনোভিলা, মার্ক মার্স এবং রাউল ভেরা সময়ের মুত্যু ঘটার এই তত্ত্বটি দিয়েছেন। বিলিয়ন বছর ধরে বয়ে চলা সময় একদিন ফুরিয়ে যাবে এবং মহাবিশ্বের সবকিছু স্থবির হয়ে যাবে। কারণ গতিতেই জীবন আর স্থিতিতেই ধ্বংস।

- টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.