আমাদের কথা খুঁজে নিন

   

একনেক সভায় টাঙ্গাইল স্টেডিয়ামের জন্য ছয় কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ



টাঙ্গাইল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে রূপদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় সকল ক্রীড়ামোদীসহ টাঙ্গাইলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে আরও একধাপ এগিয়ে গেল। গতকাল মঙ্গলবার একনেকের সভায় টাঙ্গাইল স্টেডিয়ামের পূর্ণাঙ্গ কাজের জন্য ৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ করা হয়। খবরটি টাঙ্গাইলে পৌছার পর জেলার সকল স্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার উঠে। এর ফলে টাঙ্গাইলে এসে প্রধানমন্ত্রীর দেয়া নির্বাচনী প্রতিশ্র“তির বাস্তবায়ন হতে চলেছে। টাঙ্গাইল স্টেডিয়ামে বেশি বেশি খেলার আয়োজন এবং খেলায় প্রাণ ফিরিয়ে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন কয়েকজন ক্রীড়া সংগঠক।

একসময় টাঙ্গাইল স্টেডিয়ামে নিয়মিত টুর্ণামেন্টের আয়োজন হতো। আঞ্চলিক, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও টাঙ্গাইলের ক্রীড়াবীদরা অংশ নিয়েছেন বিভিন্ন সময়ে। ফলে টাঙ্গাইলের ক্রীড়া ঐতিহ্যের সুনাম রয়েছে ব্যাপক। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ক্রমান্বয়ে বন্ধ হতে চলেছে বিভিন্ন ক্রীড়া আয়োজন। একদিকে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা।

অপরদিকে টাঙ্গাইল স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের করে গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে জেলাবাসী এখানকার সংসদ সদস্যদের মাধ্যমে আবেদন নিবেদন করে আসছে। টাঙ্গাইলের দু’প্রভাবশালী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে। তাদের প্রতিশ্র“তি পূরণ হওয়ার সন্ধিক্ষনে আবারও টাঙ্গাইলবাসী উচ্ছসিত। এক ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক বলেন, টাঙ্গাইল স্টেডিয়ামে একসময় প্রচুর খেলাধুলার আয়োজন হতে দেখলেও এখন তা বন্ধ হওয়ার উপক্রম। টাঙ্গাইল স্টেডিয়ামটি পূর্ণাঙ্গ করে গড়ে তোলে আন্তর্জাতিক মানের করা হলে এখানে প্রচুর খেলা ধুলার আয়োজন হবে।

ফলে এখান থেকেও বের হয়ে আসবে নতুন নতুন ক্রীড়াবীদও সংগঠক। টাঙ্গাইল ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাতিনুজ্জামান সুখন বলেন, এধরনের উদ্যোগকে আমি সব সময়ই সাধুবাদ জানাই। যেকোন খেলাধুলার উন্নয়নে একটি স্টেডিয়াম বড় ভূমিকা পালন করে। টাঙ্গাইল স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের হলে এখানে প্রচুর খেলা ধুলার আয়োজন হবে এবং অনেক ক্রীড়াবীদ বেড়িয়ে আসবে। ঢাকার প্রিমিয়ার ডিভিশনে খেলা টাঙ্গাইলের ক্রিকেটার সাজ্জাদ কাদির বলেন, স্টেডিয়ামটির উন্নয়ন হলে এখানকার ক্রিকেট এগিয়ে যাবে এবং ভাল ক্রিকেটারের তৈরি হবে।

তবে স্টেডিয়ামের উন্নয়নের সাথে খেলোয়াড়দের জড়িত রাখলে ভাল ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিশ্র“তি অনুযায়ী টাঙ্গাইল স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ করে গড়ে তুলে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে রূপদান করতে আরও একধাপ এগিয়ে নেয়ায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ সকল কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত বরাদ্দকৃত অর্থে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মিত হলে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খেলাধুলার প্রসার ও পরিচালনার পথ সুগম হবে। আন্তর্জাতিক খেলা আয়োজনের ভেন্যু হিসেবে টাঙ্গাইল স্টেডিয়াম আরও একধাপ এগিয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।