সোমবার দুটি আলাদা প্রজ্ঞাপনে এই দুই কমিটির সদস্যদের নামের তালিক প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে একনেকে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আমির হোসেন আমু, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জনাব রাশেদ খান মেনন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র মন্ত্রী জনাব হাসান মাহমুদ আলী।
এদের মধ্যে আওয়ামী লীগ নেতা আমু ও তোফায়েল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ মন্ত্রিসভার নতুন সদস্য। পুরনো মন্ত্রীদের জায়গায় তারা একনেকে এসেছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আমির হোসেন আমু, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, রেল ও ধর্ম মন্ত্রী মুজিবুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
গত সপ্তাহে নির্বাচনকালীন মন্ত্রিসভায় নতুন ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভঅর সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করেন এবং বৃহস্পতিবার এর গেজেট প্রকাশ করা হয়।
পুরনো মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকে ৩০ জন বাদ পড়ায় বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা প্রধানমন্ত্রীসহ ২৯ জন।
পুরনো মন্ত্রীরা বাদ পড়ায় একনেক ও ক্রম কমিটিও পুনর্গঠন করা হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।