বৈঠকে দেশের জেলা শহর ও পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়নে দুই হাজার পাঁচশ’ কোটি টাকার প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লাহ-আল-শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “রোববার সকাল ১০টায় শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। ”
বৈঠকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে রাজধানী ঢাকার রাস্তাঘাট উন্নয়ন এবং সাজ-সজ্জার জন্য ১১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হবে বলে জানান শাহীন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একনেকের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১২ নভেম্বর।
নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালনকালে একনেকের কোন বৈঠক হয়নি।
১৮ নভেম্বর নির্বাচনকালীন সরকার দায়িত্ব নিয়েছিল।
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিয়েছে।
বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জেলা শহর ও পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়নে লক্ষে যে প্রকল্পটি উত্থাপন করা হবে তার নাম হচ্ছে-‘মিউনিসিপ্যাল গভর্ননেন্স অ্যান্ড সার্ভিস’ প্রজেক্ট।
প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ব ব্যাংক দুই হাজার কোটি টাকা দেবে। বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দেবে।
উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ২৬টি জেলা শহর ও পৌর এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে প্রকল্পটির কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পের আওতায় সড়ক, পানি ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থা, মার্কেট, বাস টার্মিনাল স্থাপন এবং পৌরসভার সেবা কার্যক্রম বৃদ্ধি করা হবে।
এর মাধ্যমে বাংলাদেশের ৩০ লাখ মানুষ উপকৃত হবে বলে বিশ্বব্যাংক আশা প্রকাশ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।