আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বলিউড তারকাদের পরিবেশনা ও সাথে থাকছে বাংলাদেশি এবং শ্রীলঙ্কার শিল্পী ও ব্যান্ড।



বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় আসছেন বলিউড তারকারা। জানা গেছে, এরই মধ্যে সালমান খান, অক্ষয় কুমার, গোবিন্দ, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, সনু নিগম, শান, প্রীতম, রিয়া সেন ও উদিতা গোস্বামীর সঙ্গে আয়োজক প্রতিষ্ঠান এটিএন রেকর্ডসের চুক্তি স্বাক্ষর হয়েছে। তাঁদের সঙ্গে আরও থাকছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার শিল্পী ও ব্যান্ড। আর সবার সঙ্গে নাচে অংশ নেবেন বলিউডের প্রায় ২০০ শিল্পী। এটিএন রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বললেন, ‘বলিউডের তারকাদের সঙ্গে চুক্তি সম্পাদন করে ৩১ ডিসেম্বর আমি ঢাকায় ফিরেছি।

এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীদের চূড়ান্ত করার কাজ হচ্ছে। ’ তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রথমটি হবে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে অংশ নেবেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রীতম এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

পরদিন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশ নেবেন বলিউডের ১২ জন তারকা। বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘণ্টার এই আয়োজনে আরও থাকবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। দ্য বিগ শো নামের এই আয়োজনটি এটিএন বাংলায় সরাসরি দেখানো হবে। এখানে থাকছে অত্যাধুনিক শব্দ ও আলোক ব্যবস্থাপনা এবং ফায়ার ওয়ার্কস। বাংলাদেশে আসা বলিউডের অনেক তারকাই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

সূত্রঃ প্রথম আলো। Akber Rabby \ +8801717877194

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.