"নামে কি আসে যায়?" কথাটা যে কত বড় ডাহা মিথ্যা তা নতুন করে বলার দরকার নেই। এই সামুর কথায় ধরুন। ছাগু-কাগু-ছাইয়া-লুল-ভাকু-ভাদা-মডু ইত্যাদি স্বার্থক নামকরণ সামুকে যেমন উতকর্ষমণ্ডিত করেছে,তেমনি দিয়েছে স্বকীয়তা। যাইহোক,ঘেনা প্যাঁচাল বাদ দিয়ে টপিকে ফিরে আসি।
ভার্সিটি বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়েছেন,স্পেশালি যারা হলে বা হোস্টেলে থেকেছেন,তাদের কাছে নিশ্চয় ছদ্মনামের কালচারটা অপরিচিত নয়।
আমি জানি,আপনার আকিকা করা নামের পাশাপাশি আপনার বন্ধুদের দেয়া একটা ছদ্মনাম আছে,থাকতে বাধ্য। লজ্জা পাবার কিছু নাই,কারণ বেশীর ভাগ ক্ষেত্রে এটি আপনার চরিত্রের সাথে আপনার প্রকৃত নামের চাইতেও অধিক সাযুজ্যপূর্ণ।
আমার বন্ধুদের কথাই ধরুন। আমাদের ব্যাচে তিনজন তানভীর,তিনজন মাহমুদ,তিনজন শাওন,দুইজন রানা,দুইজন শুভ্র,দুইজন সুজন,দুইজন শিপলু এবং দুইজন মহিউদ্দিন। কি ঝামেলার ব্যাপার কন দেখি।
সুতরাং এদের নামকরণ মোটামুটি আবশ্যক হয়ে দাঁড়াল।
তানভীর
১। পিচ্চি তানভির(আকৃতিগতভাবে ছোট বলে)
২। রঙ্গিলা তানভীর(বিশিষ্ট সংস্কৃতিমনা ধার্মিক লোক ছিলেন বলে)
৩। টিটি তানভির(টেবিল টেনিস ভালো খেলত বলে)
মাহমুদ
১।
মাস্টার মাহমুদ(পড়াশোনায় দুর্দান্ত ছিল বলে)
২। হুজুর মাহমুদ(পরহেজগার লোক বলে)
৩। নেট মাহমুদ(সারাদিন নেটে পড়ে থাকত বলে)
শাওন
১। মেয়ে শাওন(ক্রমোসোম XX বলে)
২। মামা শাওন(কারণ জানা নাই)
৩।
ম্যান্ডি শাওন(চাপাবাজি করত বলে,উল্লেখ্য চাপার হাড্ডির নাম ম্যান্ডিবল)
রানা
১। ডার্লিং রানা(ওর রুমমেটের সাথে প্রেমিকসুলভ আচরণের কারণে)
২। বোরিং রানা(সবসময় ক্রনিক ডিপ্রেশানে ভুগত বলে)
শুভ্র
১। আব্বু শুভ্র(ওর আব্বুময় পৃথিবীর কারণে)
২। আঙ্কেল শুভ্র(একজন আব্বু হলে তো আরেকজন আঙ্কেল হবেই)
সুজন
১।
দোস্ত সুজন(অত্যাধিক বন্ধুসুলভ আচরণের কারণে)
২। জাজিরা সুজন(এর বাড়ি জাজিরা থানা,শরিয়তপুর জেলা)
শিপলু
১। স্পাইক শিপলু(চুলে স্পাইক মেরে ঘুরে বেড়াত বলে)
২। জ্ঞানী শিপলু(জ্ঞানগর্ভ আলোচনায় বিশেষ পারঙ্গমতার কারণে)
মহিউদ্দিন
১। মহিষ মহিউদ্দিন(নামের বানান লিখত মহি উদ্দিন,কেউ একদিন আদর করে মহী আর উদ্দিনের মাঝে একটা মুর্ধন্য ষ বসিয়ে দিয়েছিল।
)
২। গরিলা মহিউদ্দিন(ওর পুরোনাম ছিল জি এম মহিউদ্দিন। ব্যস,G.M. থেকে হয়ে গেল গরিলা মানব। )
জিএম সমগ্র
১। দি জিএম(গরিলা হলেও মানুষ হিসেবে লোক ভাল বলে তাকে সম্মানার্থে the G.M. উপাধিতে ভূষিত করা হয়।
)
২। জিএম সারোয়ার(G.M. এর সাথে চারিত্রিক মিল থাকার কারণে)
৩। এজিএম অরূপ(জিএম সারোয়ারের রুমমেট হিসেবে)
রনি
১। র্যাব রনি(ওর বাবা র্যাবে চাকরি করতেন বলে)
২। পল্লব রনি(ওর রুমমেটের নাম পল্লব বলে)
সালাম
১।
হৃদয় সালাম(আমাদের ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও নিজের নাম হৃদয় বলে উল্লেখ করত বলে)
২। সিলাম সালাম(সালামকে সিলাম উচ্চারণ করত বলে)
খিচুড়ি প্রদীপ-(খিচুড়ি কালারের শার্ট পড়ে ডাইনিংয়ে খিচুড়ি খাচ্ছিল বলে)
কোলা জনি-(কোলা ব্যাঙের মত দৈহিক আকৃতি এবং চারিত্রিক মিলের কারণে)
ইশতিয়াক পাখি-(পাখির মত কিচির মিচির করে বেড়াত বলে)
কুত্তা খালিদ-(অতিমাত্রায় কুত্তাপ্রীতি এবং কুত্তার সহিত চারিত্রিক মিল থাকার কারণে)
হে হে হে...বুঝতে পারতেছি এতক্ষণে আপনাদের মাথায় একটা প্রশ্ন উঁকি মারতেছে। নাম নিয়ে যে এত গেজাগেজি করতেছে,তার ছদ্মনামটা আসলে কি ছিল?ছিল একটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।