সুশীল বল্গাররা একটু দেখে শুনে! নিজেকেই মডারেশনের আওতায় রাখার চেষ্টা করে যাচ্ছি, কঠিন কাজ! ঝামেলা করবেন না!
...তবে এদের মত করে নয়। ব্লগ-পোষ্ট আর কমেন্টেই বোঝা যায় কে কি! তাই আমি রাইসুর এজাতীয় ভাড়ামো টাইপের দাবীর বিরোধিতা করছি
কি যায় আসে একজনের ব্লগ-নাম এক্স, ওয়াই বা জেড হলে? চেনা মানুষদের ছাড়া যারা ব্লগিং করতে চান না তার গ্রুপ-ব্লগিং ব্যবহার করুন, ক্লোজড একটা এনভাইরনমেন্ট পেয়ে যাচ্ছেন সেখানে।
এই ব্লগে এসে কত না নতুন নতুন মানুষের সাথে পরিচয় হল, কত বন্ধু হলো। বুঝিনা কিছু মানুষ কেন এত আবদ্ধ থাকতে চায়! কে জানে একারনেই হয়তো তাদের কয়েকবাহুদ্বারাআবদ্ধক্ষেত্রদেরকেই বেশি পছন্দ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।