স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
হে নোটিশ বোর্ড, কেবল নিজ নামে যারা পোস্ট করে, মন্তব্য করে তাদের সাথেই আমি কথা বলতে রাজি, তারা যতই গালাগালি দেউক কি কড়া কড়া রাগী তরুণের ন্যায় খুনসুটিময় কথা বলুক। যাদের নাম কোনো পরিচয় ব্যক্ত করে না তাদের সাথে যদি রাজি না থাকি সেই সুযোগ কি আপনারা কইরা দিতে পারেন? স্বনামে যারা লেখে না আমি চাইলে কি তাদের এক দানে ব্লক রাখতে পারি?
যতদূর জানি আপনারা টেলিফোন নম্বর ছাড়া সদস্য করেন না। তার মানে পরিচয়টা আপনাদেরও খুব দরকার।
আমাদেরও তা দরকার। কারো কারো দরকার নাও থাকতে পারে। সেক্ষেত্রে এইটারে একটা অপশন আকারে রাখবেন কি?
আরেকটা ব্যাপার, পশ্চিমবঙ্গের 'গুরুচণ্ডালী'তে দেখতাম তারা আইপি ঠিকানাটা প্রকাশ করে। আপনাদের তরফ থেকে তাতে সমস্যা আছে কি? বিপুল কথাবার্তার সঙ্গে সঙ্গে কারা বলতেছেন জানতে পারাটা খারাপ না। আর যদি সামহোয়্যার ইন...ব্লগ-এর আগ্রহ হয় যে কোনো মূল্যে যত বেশি ব্লগার আইডি সংগ্রহ তাইলে এইসব আবদার আর করলাম না।
আজকে দেখলাম গড়ে সামহোয়্যারের ভিজিটসংখ্যা ৩৬,৫৪০। ব্লগার কত জন কেউ জানলে জানাইয়েন।
যার ছদ্মনাম, তার পরিচয় নাই। যার পরিচয় নাই, তার রাগও নাই। ফলে ছদ্মনামা ব্লগার যারা আছেন তাদের ছদ্মরাগ (আসলে হয়তো রাগ বিলাবল!) শোনার ছদ্ম আশঙ্কায় রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।