অনেক সময় আমাদের পেনড্রাইভে/মেমোরিকার্ডে অনেক গোপনীয় ডাটা থাকে। যা হয়ত অন্য কাউকে দেখতে দেয়ার উপযোগী নায়। কিন্তু সবসময় তো আর এই জিনিস চোখে চোখে রাখা যায় না। একটু অসাবধান হলেই যে কেউ আমাদের ডাটা দেখে ফেলতে পারে।
তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম USB-Secure নামের এই সফটওয়্যারটি।
এটির মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভ পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রখতে পারবেন। এটি দিয়ে প্রোটেক্ট করার পর আপনার পেনড্রাইভের ডাটা সুপার হাইড হয়ে যাবে। যা পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই দেখা যাবে না।
তবে সামান্য কিছু নিয়ম আছে। যা খুবই সহজ।
নিচে বিস্তারিত দেয়া হলঃ-
*প্রথমে আপনার সকল গোপন ফাইল আপনার পেনড্রাইভে/মেমোরিকার্ডে নিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
*এবার এখান থেকে আমার দেয়া আমার দেয়া ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন এবং সাধারণ নিয়মে সেটাপ করুন।
*এবার দেখুন আপনার পেনড্রাইভে একটি .EXE ফাইল এসে গেছে।
*এবার নিচের ছবির মত করে রেজিস্ট্রেশন করে নিন। তবে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করে নিন।
*.EXE ফাইলে ওপেন করে সেটিতে আপনার পাসওয়ার্ড দুইবার এন্টার করে ওকে করুন।
*এবারে লক্ষ্য করে দেখুন আপনার পেনড্রাইভের সকল ডাটা হাইড হয়ে গেছে। যা আর কারও পক্ষে দেখা সম্ভব না। এখন থেকে আপনি সহ কেউ যদি আপনার ডাটা দেখতে চায়, তাহলে তাকে এই .EXE ফাইলে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে।
*আপনার ডাটাগুলো আবার দেখতে নিচের ছবিটি দেখুন- পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড দিয়ে Unprotect এ ক্লিক করুন।
ব্যস, কাজ শেয!! এবার ইচ্ছামত পেনড্রাইভে যা খুশী রাখুন এবং পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।