আমাদের কথা খুঁজে নিন

   

হার্ভার্ড ও বস্টনের সেমিনারে বাংলাদেশের প্রশংসা

বৃহস্পতিবার হার্ভার্ড ও বস্টন বিশ্ববিদ্যালয়ে দুটি সেমিনারের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ প্রশংসা করেন।
বস্টন ইউনিভার্সিটিতে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে প্রবাসী আয়ের ভূমিকা বিষয়ে প্রথম সেমিনারে মূল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
আলোচনায় আরো অংশ নেন সেন্টার ফর ফাইন্যান্স, ল অ্যান্ড পলিসির পরিচালক ও অর্থনীতিবিদ অধ্যাপক কর্নেলিয়া হার্লি, ইন্সটিটিউট ফর ইকনোমিক ডেভেলপমেন্টের অধ্যাপক জন আর হ্যারিস ও গবেষক ডোনাল্ড এফ টেরি এবং বিশ্ব অর্থনীতির গবেষক ডেইভিয়া রডিমা-টেইলর।
সেমিনারে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাল-হকিকত সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনায় হয়, অভিবাসীদের প্রেরিত অর্থ কোন দেশ কীভাবে ব্যবহার করছে, তা জাতীয় উন্নয়ন-অগ্রগতিতে কী ধরনের অবদান রাখছে, বিশেষ করে জাতিগত দাঙ্গায় লিপ্ত থাকার পর জাতিসংঘের হস্তক্ষেপে শান্তির প্রক্রিয়া চলছে- এমন দেশে প্রবাসী আয়ের ভূমিকা নিয়ে এগবেষণা চালানো হয়। বিশ্বব্যাপী সমাদৃত অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স এই প্রতিবেদন তৈরি করে।


এসময় বাংলাদেশ ব্যাংক এর গভর্নরের বিভিন্ন উদ্যোগের কথা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংককে সামাজিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করার মধ্য দিয়ে গোটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন সাধনের প্রশংসা করেন আলোচকরা।
অধ্যাপক হার্লি বলেন, “দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর অভিপ্রায়ে ঘুরে দাঁড়িয়েছে। গরিবের চেয়েও গরিব মানুষদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই অসাধারণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। নিকট প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংক অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংকের অনেক প্রকল্প। ”
জন আর হ্যারিস বলেন, “আমি কয়েক বছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেছি।

সেখানেও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। ওই অঞ্চলের সর্বস্তরের মানুষের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই ওইসব ব্যাংকের। এর ফলে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং থাকলেও সেগুলোর কর্মকাণ্ড খুব এগুচ্ছে না, গতানুগতিক পথে চলছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজকর্ম তাদেরও অনুসরণ করা উচিত। ”
আতিউর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংকও আটকে ছিল গতানুগতিক সিস্টেমে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাজকর্ম মনিটরিং করাই ছিল এর একমাত্র কাজ।

সাড়ে ৪ বছর আগে আমি দায়িত্ব নেয়ার পর এর কার্যক্রমকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করেছি। ”
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে “সোসালি রেসপনসিবল ফাইন্যান্সিং ফর এনহ্যাঞ্চিং ইকনোমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি: গ্লিম্পস ফ্রম সাউথ এশিয়া’ বিষয়ে অপর সেমিনার অনুষ্ঠিত হয়।
গভর্নর বলেন, “রেমিট্যান্স প্রকারান্তরে জাতীয় আয় বাড়াচ্ছে অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.